ইউটিউবার জ্যোতি মালহোত্রার পুলিশি হেফাজতের মেয়াদ বৃদ্ধি

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ২০২৩ সালে পাকিস্তান ভ্রমণের জন্য ভিসার আবেদন করতে গিয়ে প্রথমবার দানিশের সঙ্গে দেখা করেন জ্যোতি।

Must read

ভারতের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হওয়া ইউটিউবার জ্যোতি মালহোত্রার ?(Jyoti Malhotra) পুলিশি হেফাজতের মেয়াদ আরও চার দিন বাড়াল আদালত। হরিয়ানার হিসার থেকে ১৭ মে তাঁকে গ্রেফতার করে পুলিশ। প্রথম দফায় তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছিল, যার মেয়াদ আজ শেষ হলে নতুন করে আরও চার দিনের হেফাজতের আবেদন জানায় পুলিশ। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে।

আরও পড়ুন-সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের পাশে জাপান: অভিষেক বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে বৈঠকে আশ্বাস তাকাশির

ইউটিউবার জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে যুক্ত ছিলেন এবং ভারতের সংবেদনশীল তথ্য শেয়ার করতেন। জ্যোতি ‘অপারেশন সিন্দুর’-এর সময় ভারতের বিদ্যুৎ বিভ্রাট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাঠিয়েছেন বলে প্রমাণ পাওয়া গেছে।
জিজ্ঞাসাবাদের সময় জ্যোতি স্বীকার করেছেন যে তিনি পাকিস্তানি এজেন্টদের সঙ্গে দেখা করেছিলেন এবং নিয়মিত যোগাযোগ রাখতেন। তিনি দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাই কমিশনে কর্মরত এক ব্যক্তি, দানিশ নামে এক পাকিস্তানি কর্মকর্তার সঙ্গে ২০২৩ সাল থেকে ২০২৫ সালের মধ্যে একাধিকবার যোগাযোগ করেছেন।

আরও পড়ুন-পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বোমাতঙ্ক, তদন্ত শুরু

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ২০২৩ সালে পাকিস্তান ভ্রমণের জন্য ভিসার আবেদন করতে গিয়ে প্রথমবার দানিশের সঙ্গে দেখা করেন জ্যোতি। এরপর তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল বলে দাবি করেছে পুলিশ। যদিও মার্চের পর থেকে কোনও চ্যাট রেকর্ড না পাওয়া গেলেও, ‘অপারেশন সিন্দুর’-এর সময় যোগাযোগের প্রমাণ নিশ্চিত করেছে তদন্তকারী সংস্থা।
পুলিশ ইতিমধ্যেই জ্যোতির তিনটি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। গোটা ঘটনায় আরও ছয় জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সূত্র। এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত এখনও চলছে।

Latest article