প্রতিবেদন : রবীন্দ্র স্মৃতিধন্য মংপুর বাড়িতে হল চোখের আলোয় কর্মসূচি। কবিগুরুর মূর্তিতে মাল্যদান করে সোমবার চা-শ্রমিকদের চশমা প্রদান করলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। ছিলেন পশ্চিমবঙ্গ নির্মাণ কর্মী কল্যাণ পর্ষদের চেয়ারম্যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জিটিএ চেয়ারম্যান অনীত থাপা, ভাইস চেয়ারম্যান রাজেশ চৌহান, সাংসদ প্রকাশচিক বড়াইক , অতিরিক্ত শ্রম কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত, শ্রম কমিশনার জাভেদ আখতার।
আরও পড়ুন-মসজিদ খালি না করলে ভয়.ঙ্কর পরিণতি! হুঁশিয়ারি বিজেপি নেতার
উল্লেখ্য, শ্রমদফতরের উদ্যোগে চা-বলয় জুড়ে চলছে চোখের আলোয় কর্মসূচি চলছে। ১৭১টি চা-বাগান মোট ৯০টি শিবির হল। মোট চশমা বিতরণ করা হয়েছে ৫ হাজার ৮০৬টি। রবিবার এই কর্মসূচি হয়েছে দার্জিলিংয়ের রংলীতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শ্রমদফতরের উদ্যোগে এই কর্মসূচিতে উপকৃত হয়েছেন চা-শ্রমিকেরা। আধুনিক যন্ত্রের সাহায্যে তাঁদের চক্ষু পরীক্ষা হয়েছে। বিতরণ করা হয়েছে চশমা। চক্ষু পরীক্ষার পর যাঁদের অস্ত্রোপচারের প্রয়োজন ছিল তাঁদের অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে। পরিষেবা পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন চা-শ্রমিকেরা। তাঁরা বলছেন তাঁদের উন্নয়ন করছে একমাত্র রাজ্য সরকার।