রাজনীতিক পরিসরের বাইরে, ব্যক্তিগত বলয়ে সুব্রত মুখোপাধ্যায়ের সবচেয়ে কাছের মানুষ, তাঁর পত্নী ছন্দবাণী মুখোপাধ্যায়ের লেখা ‘কাছের মানুষ সুব্রত’ প্রকাশিত হল শনিবার। প্রকাশক কমলা গীতা বীণা প্রকাশনী। পরিবেশক পত্রভারতীর দপ্তরে এদিন বইটির প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়, সংস্কৃত কলেজের অধ্যাপক লোকনাথ চক্রবর্তী, অভিনেতা বরুণ চন্দ, পত্রভারতীর কর্ণধার ত্রিদিব চট্টোপাধ্যায় প্রমুখ।
আরও পড়ুন-কবিতার মান্দাসে ভাসে কালের ‘কঙ্কাল’
বইটির পাতায় ব্যক্তি সুব্রতের বর্ণময় উদ্ভাস, শুধু মুদ্রিত অক্ষরে নয়, দুর্লভ ছবির সমাহারেও। প্রতিটি অধ্যায়ের শুরুতে উদ্ধৃত হয়েছে সুব্রত মুখোপাধ্যায়ের লেখা ‘অধিবাস’ কাব্যগ্রন্থের পঙ্ক্তি। শেষে সংযোজিত ছন্দবাণী দেবীকে লেখা পাঁচটি চিঠি।