ফের কৈলাসের নেতৃত্বে আমতার দুর্গতদের পাশে ‘অভিষেকের দূত’রা

Must read

ফের আমতার বন্যা দুর্গতদের পাশে হাজির ‘অভিষেক দূত’রা। এবার হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্রর (Kailash Mishra) নেতৃত্বে দলের যুবকর্মীরা আমতার জলভাসি মানুষদের কাছে গিয়ে রান্না করা খাবার, ত্রাণসামগ্রী ও কচিকাঁচাদের পুজোর উপহার তুলে দিলেন। উপস্থিত ছিলেন বিধায়ক সুকান্ত পাল, হাওড়া জেলা (গ্রামীণ) যুব তৃণমূলের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়-সহ দলের আরও অনেকে। বুধবার বিকেলে যুবনেতা কৈলাশের নেতৃত্বে ‘অভিষেকের দূত’ লেখা টি-শার্ট পরে আমতার বন্যা কবলিত এলাকা জয়পুরে পৌঁছে যান যুব তৃণমূলের কর্মীরা। তারপর সেখানে খিচুড়ি ও আলুরদম রান্না করে দুর্গত মানুষদের পেট ভরে খাওয়ানো হয়। সেই সঙ্গে অভিষেকের দূত হিসেবে যুব তৃণমূলের কর্মীরা দুর্গত পরিবারের কচিকাঁচাদের হাতে দুর্গাপুজোর উপহার হিসেবে নতুন জামাকাপড় তুলে দেন। পাশাপাশি বানভাসি মানুষদের হাতে শুকনো খাবার, পানীয় জল, দুধের প্যাকেট, বেবিফুড তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: ডুলুংয়ের জল বেড়ে ঝাড়গ্রামের সঙ্গে বিচ্ছিন্ন জামবনির গিধনি

কৈলাস (Kailash Mishra) জানান, অভিষেকের দূত হিসেবে আমরা আমতার বানভাসি জয়পুর গ্রামে গিয়ে খিচুড়ি ও আলুরদম রান্না করে রাতে প্রায় দেড় হাজার মানুষকে বসিয়ে খাওয়াই। এছাড়াও প্রায় ৫০০টি পরিবারের হাতে শুকনো খাবার ও ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। ৫০০ জন কচিকাঁচাকে পুজোর উপহার হিসেবে আমরা নতুন জামাকাপড় দিয়েছি। বন্যা কবলিত মানুষের পাশে অভিষেকের দূত হিসেবে হাওড়া জেলার যুব তৃণমূলের কর্মীরা সবসময় পাশে আছি।’

রবিবারও কৈলাসের নেতৃত্বে ‘অভিষেকের দূত’ হিসেবে জেলার যুব তৃণমূলের কর্মীরা আমতার বানভাসি এলাকায় গিয়ে দুর্গত মানুষদের বিভিন্ন শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী তুলে দিয়েছিলেন।

Latest article