পাওয়ার লিফটার স্নেহার পাশে কৈলাস

সমস্যার কথা শুনে এগিয়ে এলেন হাওড়া যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র। শনিবার স্নেহার হাতে এন্ট্রি ফি-এর টাকা তুলে দিলেন কৈলাস।

Must read

সংবাদদাতা, হাওড়া : আর্থিক কারণে বালির ঘোষপাড়ার বাসিন্দা সাব-জুনিয়র এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়ন (Asian power lifting champion) স্নেহা ঘরামির প্রতিযোগিতায় যোগদান করা নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। প্রতিযোগিতায় যোগ দিতে গেলে এন্ট্রি ফি-র প্রয়োজন ছিল ৭০ হাজার টাকা। কিন্তু কোথা থেকে মিলবে এই টাকা, চিন্তায় পড়ে যায় স্নেহা ও তাঁর পরিবার।

আরও পড়ুন-হোমিওপ্যাথি চিকিৎসার মান ও পরিকাঠামো নিয়ে বৈঠকে পিএইচএ

সমস্যার কথা শুনে এগিয়ে এলেন হাওড়া যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র। শনিবার স্নেহার হাতে এন্ট্রি ফি-এর টাকা তুলে দিলেন কৈলাস। শুধু তাই নয় এখন থেকে যাতে স্নেহার অনুশীলন বা অন্য কোনও সমস্যা না হয় তা দেখার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

Latest article