সংবাদদাতা, মধ্যমগ্রাম : হাতে সময় মাত্র একমাস। এখন থেকেই শুরু হয়ে গেল ২১ জুলাইয়ের প্রস্তুতি। বৃহস্পতিবার বারাসত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মধ্যমগ্রামে জেলা মুখ্য কার্যালয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বারাসত সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বারাসত লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদার। এছাড়াও ছিলেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সহসভাপতি আনিসুর রহমান, বারাসত ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি, রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়-সহ প্রতিটি ব্লক স্তরের ও শহরের স্থানীয় নেতৃত্বরা। দলীয় নির্দেশ মেনে ২১ জুলাইয়ের প্রচারের রূপরেখা তৈরি করা হয়।
আরও পড়ুন-আজ জগন্নাথদেবের স্নানযাত্রা
২১ জুলাই যাতে ধর্মতলায় প্রচুর মানুষের জমায়েত হয় সেই বিষয়টি সুনিশ্চিত করতে পরামর্শ দেন কাকলি। এই প্রসঙ্গে প্রতি বুথে স্ট্রিট কর্নার করার নির্দেশ দেন। এখন থেকেই কর্মীদের ও স্থানীয় নেতৃত্বদের উদ্যোগ নিতে নির্দেশ দেন সাংসদ। বারাসত সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি বলেন, আজ থেকে ঠিক একমাস পর একুশে জুলাই। শহিদ স্মরণে প্রথামতো সেদিন রাজ্যের সমস্ত জেলা থেকে মানুষ আসবেন। বিশাল জনসমাগম হবে। আমাদের বারাসত সাংগঠনিক জেলা থেকেও দলের নির্দেশে প্রস্তুতি নেওয়ার কাজ শুরু হল। সমস্ত কর্মী ও নেতৃবৃন্দদের একসঙ্গে রেখে একটা আলোচনাসভার মাধ্যমে একটা প্রাথমিক পরিকাঠামো দেওয়া হল প্রচারে।

