প্রতিবেদন : রাজ্যজুড়ে তাপপ্রবাহ এবং একই সঙ্গে কালবৈশাখীর সতর্কতা জারি হয়েছে। এরমধ্যেই অগ্রিম প্রবেশ করবে বর্ষার। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু নির্ধারিত সময়ের প্রায় পাঁচদিন আগে প্রবেশ করেছে নিকোবর দ্বীপপুঞ্জ, দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে। আগামী তিন চার দিনের মধ্যে এই মৌসুমী বায়ু আন্দামান দ্বীপপুঞ্জ এবং মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হতে পারে।
আরও পড়ুন-ভুল শুধরে নতুন ভোটার পরিচয়পত্র দেবে কমিশন
এরপর ধীরে ধীরে বর্ষা আরও এগিয়ে আসবে বাংলার দিকে। আজ এবং আগামীকাল দক্ষিণের একাধিক জেলায় কালবৈশাখী ও বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। সঙ্গে থাকবে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। তবে ঝড় বৃষ্টি হলেও অস্বস্তি বজায় থাকবে। শুক্রবারের পর থেকে তিন চার ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকাতেও ভারী বৃষ্টি হবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।