৯ জেলায় কালবৈশাখী! চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

Must read

শুক্রবার সন্ধেয় একের পর এক জেলায় হবে কালবৈশাখী (Kalboishakhi)। দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগের আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি হতে পারে বলে খবর।

চৈত্র মাসের শুরুতে তীব্র গরমে হাসফাঁস করছে কলকাতা সহ অন্যান্য জেলা। কোথাও কোথাও উষ্ণতাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে হঠাত্‍ আসা ঝড়। এরইমধ্যে আজ দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই দমকা ঝড় বইবে ৬০ কিলোমিটার গতিবেগে।

আরও পড়ুন: ৭৫ দিনের সেবাশ্রয়ে উপকৃত হলেন ১২.৩ লক্ষেরও বেশি মানুষ

আজ বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলাতে। এছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হবে। সঙ্গে বইবে দমকা হাওয়া। এদিন উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে।

Latest article