মঙ্গলেও মাতৃশক্তির আরাধনায় মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন : কালীপুজোর (Kali puja_Mamata banerjee) পরদিনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুজোর আমেজ। মঙ্গলবার তাঁর বাড়ির কালীপুজোর একাধিক উপাচার পালিত হয়। পুরোহিত বসেন মাতৃ আরাধনায়। এদিনও মুখ্যমন্ত্রীকে দেখা গেল সেই পুজোর তদারকিতে। পুরোহিত যখন পুজো করছেন, ঠায় সেখানে দাঁড়িয়ে পুজোর কাজে অংশ নেন তিনি। পুজো চলাকালীন সেখানে এসে পৌঁছন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেনেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর ব্যস্ততার মধ্যেই তাঁদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা সারেন। তারপর পরম্পরা ও ঐতিহ্য মেনে দধিকর্মা-সহ একাধিক উপাচারের পুজো সাঙ্গ হয়। এদিনও বেশ কয়েকজন অভ্যাগত আসেন। বাড়ির বাইরে এদিনও ছিল সাধারণ মানুষের ভিড়। তাঁদেরও যথাসাধ্য আপ্যায়ন করা হয়। উল্লেখ্য, ৪৮ বছর ধরে চলছে মুখ্যমন্ত্রীর বাড়ির পুজো (Kali puja_Mamata banerjee)৷ এই পুজো শুরু করেছিলেন মুখ্যমন্ত্রীর মা৷ এক বছর বাদেই শুরু হবে ৫০ বছর পূর্তির প্রস্তুতি৷

আরও পড়ুন- কালীপুজোর রাতে পুলিশের জালে ৬৪০, উদ্ধার ৮৫১ কেজি শব্দবাজি

Latest article