কালীপূজার থিম ‘মায়ের ওই রাঙা চরণ’ মণ্ডপ জুড়ে অসমের ‘মূলি’ বাঁশের কারুকাজ

৩৯ তম বর্ষে হাওড়ার ডলফিন ক্লাবের কালীপুজোর থিমে এবার ‍‘মায়ের ওই রাঙা চরণ’।

Must read

সংবাদদাতা, হাওড়া : ৩৯ তম বর্ষে হাওড়ার ডলফিন ক্লাবের কালীপুজোর (Kalipuja) থিমে (Theme) এবার ‍‘মায়ের ওই রাঙা চরণ’। ক্লাব সদস্যদের কথায়, ‍‘মায়ের ওই রাঙা চরণ’ যেন সাধক রামপ্রসাদের মায়ের রূপ দর্শনের এক ছোট অনুভূতি। বেড়া বাঁধতে বাঁধতে মায়ের যে রূপ তিনি দর্শন করেছিলেন সেই বেড়ায় মায়ের পদচিহ্ন যেন তারই উপস্থিতি। আর মণ্ডপে মায়ের রাঙা চরণ তাঁর ভক্ত সন্তানদের অভয় দান করে। বিশ্বাস জোগায়।

আরও পড়ুন-শস্যবিমায় নাম নথিভুক্ত করতে হবে নভেম্বরের মধ্যে : আলাপন

ক্লাবের পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা অর্ণব হাজরা বলেন, আমাদের মন্ডপে এবার অসমের ‍‘মূলি’ বাঁশের কারুকাজ থাকছে। এর সঙ্গে মণ্ডপ সাজানো হচ্ছে সরা, কুলো প্রভৃতি উপকরণ দিয়ে। যেখানে মায়ের চরণচিহ্ন আঁকা থাকবে। পুজোর শুভক্ষণ বোঝাতে কদমফুল এবং আমপাতার সাজও থাকছে মণ্ডপে। আমাদের আশা, এবারও দর্শনার্থীদের ঢল নামবে মণ্ডপে।

Latest article