শীর্ষে চোখ ইস্টবেঙ্গলের, কালীঘাটের কাছেও হার মোহনবাগানের

Must read

প্রতিবেদন : কলকাতা লিগের সুপার সিক্সে ওঠার রাস্তা আগেই বন্ধ হয়ে গিয়েছে। এরপর লখনউয়ে গিয়ে ডার্বি জিতে এলেও ঘরোয়া লিগে ফিরে সেই হতাশাজনক ফল মোহনবাগানের (Mohun Bagan)। বৃহস্পতিবার কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের কাছেও ১-২ গোলে হেরে গেল সবুজ-মেরুনের রিজার্ভ দল। হোরাম ও সৈকত সরকারের গোলে বাজিমাত কালীঘাটের। লিগে তৃতীয় হার বাগানের।
সমর্থকরা আশা করেছিলেন, সুপার সিক্সে ওঠার রাস্তা বন্ধ হলেও বাকি দুই ম্যাচে উজ্জীবিত ফুটবল খেলবেন সবুজ-মেরুনের জুনিয়র ব্রিগেড। কিন্তু ডেগি কার্ডোজোর দল হতাশ করল। বারাকপুর স্টেডিয়ামে এদিন শুরুতেই ধাক্কা খায় মোহনবাগান। ৩৫ মিনিটে হোরামের গোলে এগিয়ে যায় কালীঘাট এসএলএ। রক্ষণের ভুলেই গোল হজম। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরায় মোহনবাগান। এঙ্গসন সিং গোলের কাছে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু তাঁকে বিশ্রীভাবে ফাউল করেন কালীঘাট এসএলএ-র ডিফেন্ডার। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিলে গোল করতে ভুল করেননি আদিল আবদুল্লা।

আরও পড়ুন- ২০ বছরে এই প্রথম, ব্যালন ডি’অরের দৌড়ে নেই মেসি ও রোনাল্ডো

গোলশোধ করলেও জয়ের জন্য সেই মরিয়া মনোভাব দেখা যায়নি মোহনবাগান ফুটবলারদের মধ্যে। ৭০ মিনিটে ফের গোল করে কালীঘাট এলএসএ-র। বক্সের বাইরে থেকে সৈকতের দুরন্ত শটেই শেষ হয়ে যায় মোহনবাগানের (Mohun Bagan) জয়ের আশা।
শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে লিগে অপরাজিত ইস্টবেঙ্গল। নিজেদের মাঠে সামনে ক্যালকাটা পুলিশ ক্লাব। ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে ইস্টবেঙ্গল। সুপার সিক্সে সর্বাধিক পয়েন্ট নিয়ে যাওয়ার লক্ষ্যে বিনো জর্জের দল শেষ ম্যাচেও জিততে মরিয়া।

Latest article