প্রতিবেদন : এবারের বইমেলায় (Kolkata Book Fair) প্রকাশ পেল উজ্জ্বল সিনহার কালোদিঘী। এদিন বই উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আলাপন বন্দ্যোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শ্রীজাত, প্রচেত গুপ্ত সহ বিশিষ্টরা। এই বইয়ের ভূমিকা লিখেছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বইয়ের উদ্বোধন করে ব্রাত্য বসু বলেন, দীর্ঘদিন বাংলা সাহিত্য পাঠের উজ্জ্বলের যে প্রকরণ তা প্রকাশ পেয়েছে এই বইয়ের মধ্যে দিয়ে। ওর নিজের জীবন-যাপন যেহেতু অনেকরকম ওঠাপড়ার মধ্যে দিয়ে গেছে তাই আমার মনে হয়েছে ওর সেই অভিজ্ঞতাগুলো একটা পরিণত বয়সে এসে সংহত হচ্ছে। সেগুলো যেভাবে সাহিত্যের ভাষায় আত্মপ্রকাশ করছে তা চমৎকার লাগছে। আমি এই বইয়ের বহুল পাঠ প্রত্যাশা করি। এটি লেখকের দ্বিতীয় উপন্যাস। এর আগে উজানযাত্রা নামে একটি বই লিখেছিলেন তিনি। এদিন বইয়ের উদ্বোধন অনুষ্ঠান থেকে আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, এই গল্পে অনেকগুলি গল্প মিলে একটি উপন্যাসতম কাহিনি হয়ে উঠেছে। যেখানে পণ্য ও প্রকৃতি পরস্পরের মধ্যে জায়গা করে নিচ্ছে। যেখানে মানুষ আসবাব হয়ে যাচ্ছে। আসবাব মানুষ হয়ে যাচ্ছে। এই যে ম্যাজিক্যাল রিয়ালিজম আজকালকার বিস্তারিত অর্থনীতিতে আমার ধারণা ক্রমে জনপ্রিয় হতে থাকবে। আর তার যোগ্য দাবিদার নিঃসন্দেহে উজ্জ্বল সিনহা। তাঁর গল্পে উঠে এসেছে বাস্তবতা অতিক্রান্ত এক অন্য ধরনের বাস্তবতার ছবি। আমি তার এই প্রয়াসকে সাধুবাদ জানাই।
আরও পড়ুন- লিভ-ইনকে আইনি স্বীকৃতির সুপারিশ রাজস্থান হাইকোর্টের
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…