সংবাদদাতা, বারাসত : সাংসদ তহবিলের টাকায় শুরু হল হাবড়া পুরসভার কলতান প্রেক্ষাগৃহের সংস্কারের কাজ। এই শুভ কাজের সূচনা করেন বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদার। হাবড়া পুরসভার কলতান প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানে সাংসদ নিজের হাতে নারকেল ফাটিয়ে কাজের শুভারম্ভ করেন।
আরও পড়ুন-বাইডেনের সফরে আকর্ষণ মহাশক্তিধর ‘দ্য বিস্ট’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবড়া পুরসভার পুরপ্রধান নারায়ণ সাহা, উপপুরপ্রধান সীতাংশু দাস সহ অন্যরা। সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদারের সাংসদ তহবিলের ৯০ লক্ষ টাকা ব্যয়ে হাবড়া পুরসভার কলতান প্রেক্ষাগৃহের সংস্কার ও আধুনিকীকরণের কাজ শীঘ্রই শুরু করা হবে বলে পুরসভার পক্ষে জানা গিয়েছে। সাংসদ জানান, হাবড়া বড় ব্যবসায়ের জায়গা। হাবড়া শহরে মানুষের আনাগোনাও বেশি, অনেক কাজ হয়, অনুষ্ঠান হয়। পুরসভার হলের সংস্কার ও আধুনিকীকরণের প্রয়োজন ছিল। জনগণের চাহিদাকে প্রাধান্য দিয়ে কাজটি সুষ্ঠুভাবে করার জন্য সাংসদ তহবিল থেকে অর্থ দেওয়া হল। আগামী দিনে হলটি আরও সুন্দর হবে, প্রচুর ভাল ভাল অনুষ্ঠান হবে বলে দাবি করেন সাংসদ।