সবার দাবি মানা সম্ভব নয় কোর্টে সওয়াল কল্যাণের

এসএসসির যুক্তি মানল আদালত। যারা এখনও স্কুলে যাচ্ছেন ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল রয়েছেন তারা প্রত্যেকেই যোগ্য হিসেবে বিবেচিত হবেন।

Must read

প্রতিবেদন : এসএসসির যুক্তি মানল আদালত। যারা এখনও স্কুলে যাচ্ছেন ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল রয়েছেন তারা প্রত্যেকেই যোগ্য হিসেবে বিবেচিত হবেন। বুধবার আদালতে জানালেন সরকারি পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যোগ্য হয়েও চাকরি হারিয়েছেন এমন প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে বলে মামলা দায়ের হয়েছিল। কিন্তু এই নিয়ে কোনও নির্দেশ দেননি বিচারপতি। এসএসসির আইনজীবী

আরও পড়ুন-পাঁচ মাস বাংলাদেশে কারাবন্দি, ঘরে ফিরলেন কাকদ্বীপের ৪৭ মৎস্যজীবী

কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, টেন্টেড লিস্ট অর্থাৎ অযোগ্যদের তালিকা আমরা প্রকাশ করে দিয়েছি। যাঁরা যোগ্য, তাঁরা এখনও চাকরি করছেন। প্রতিদিন একেক জন একেকটা দাবি নিয়ে হাইকোর্টে আসবে কিন্তু সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়৷ আমাদের ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ শেষ করতে হবে। অত্যন্ত চাপের মধ্যে কাজ করতে হচ্ছে। এই পরিস্থিতিতে দয়া করে আর কোনও নির্দেশ দেবেন না। নতুন নিয়োগে যদি কোনও টেন্টেড প্রার্থী ঢুকে পড়েন, সেটা প্রমাণ করতে পারলে, তাঁর নাম নিয়োগের তালিকা থেকে বাদ পড়বে। তাঁর আরও দাবি, যাঁরা এখনও চাকরি করছেন, তাঁদের আনটেন্টেড হিসাবে বিবেচনা করা হবে। স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যে আদালতের নির্দেশ অনুযায়ী যোগ্যদের তালিকা প্রকাশ করে দিয়েছে। যদিও মামলাকারীদের দাবি, এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ার নবম-দশমের পরীক্ষায় যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের অযোগ্যদের ও যোগ্যদের আলাদা আলাদা ক্যাটেগরি উল্লেখ করে তালিকা প্রকাশ করা হোক। তাঁদের তালিকা আলাদা করে স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করছে না কেন?

Latest article