রাজনীতি

ঘুরিয়ে বোসকে তোপ কল্যাণ-সুখেন্দুর

প্রতিবেদন : আইনি প্রশ্ন তুলে রাজ্যপাল বোসকে (CV Ananda Bose) একহাত নিলেন দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সুখেন্দুশেখর রায়। বুধবার রাজ্যপালের মানহানি মামলায় হাইকোর্টের নির্দেশের বৈধতা নিয়ে ঘুরিয়ে প্রশ্ন তুললেন তাঁরা। বুঝিয়ে দিলেন, রাজ্যপালের (CV Ananda Bose) সাংবিধানিক রক্ষাকবচ মানে যা খুশি তাই করার লাইসেন্স নয়। অত্যন্ত প্রাসঙ্গিক এবং যুক্তিসঙ্গত প্রশ্ন তুললেন তৃণমূলের সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়৷ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, যদি রাজ্যপালের বিরুদ্ধে দেওয়ানি এবং ফৌজদারি মামলা করা যাবে না বলে সাংবিধানিক রক্ষাকবচ থাকে তাহলে নিয়ম অনুযায়ী রাজ্যপালেরও আদালতে কোনও মামলা করা উচিত নয়৷ একটি অবিজেপি রাজ্যের রাজ্যপাল হিসেবে তিনি কিন্তু আইন, নৈতিকতা এবং সংবিধান অমান্য করছেন৷ সংবিধান প্রণেতারা কিন্তু এর কোনও রক্ষাকবচ দেননি৷ সুখেন্দুশেখর রায়ের যুক্তি, সাংবিধানিক রক্ষাকবচ কিন্তু একজন মহিলার সম্মানহানির লাইসেন্স দেয়নি রাজ্যপালকে৷ দেশের প্রধান বিচারপতির দেখানো সাংবিধানিক নৈতিকতায় বিশ্বাস রাখা উচিত সমস্ত সাংবিধানিক কর্তৃপক্ষের৷ এই প্রসঙ্গেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু মনে করিয়ে দিয়েছেন, বিচারব্যবস্থা কোনও একমুখী ট্রাফিক নয়৷ এটি দ্বিমুখী৷ সংবিধানের এমন কোনও হাস্যকর ব্যাখ্যা হতে পারে না, যার ফলে সাংবিধানিক পদে থেকেও একজন প্রতিদিন অন্য একজন সাংবিধানিক পদের অধিকারীর ক্রমাগত সম্মানহানি করে যাবেন৷ এবং একজন মহিলা নির্যাতিত হয়ে সাংবিধানিক রক্ষাকবচধারী ব্যক্তির বিরুদ্ধে কোনও অভিযোগ আনলে তাই নিয়ে কেউ সরব হতে পারবে না৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেই নির্যাতিতা মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে সরব হন তাঁকে কি জোর করে চুপ করিয়ে দেওয়া যায়?

আরও পড়ুন- বিজেপির পুরনো অফিসে আদি-নব্য হাতাহাতি-লাঠালাঠি, তুলকালাম

Jago Bangla

Recent Posts

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

1 minute ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

26 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago