সংবাদদাতা, হাওড়া: ডোমজুড় বিধানসভা এলাকায় সাংসদ তহবিলের অর্থানুকূল্যে গড়ে ওঠা একাধিক কর্মকাণ্ডের সূচনা করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। ছিলেন বিধায়ক ও হাওড়া সদর তৃণমূলের সভাপতি কল্যাণ ঘোষ।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর সফরের আগে ব্যবস্থাপনা দেখলেন দুই মন্ত্রী
এর মধ্যে রয়েছে ১০ লক্ষ টাকা ব্যয়ে ঘোষপাড়া নিশ্চিন্দা বালিকা বিদ্যাপীঠে নবনির্মিত শ্রেণিকক্ষের উদ্বোধন, বালি অঞ্চলে ১০,৩৯,৫৪৫ টাকা ব্যয়ে নির্মিত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নবনির্মিত হলঘরের উদ্বোধন এবং বাঁকড়া-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মোবারক হোসেন বিদ্যালয় সীমানা প্রাচীর, বাঁকড়া-২ গ্রাম পঞ্চায়েতের আজাদ স্পোর্টিং ক্লাব থেকে মতি ইঞ্জিনিয়ারের বাড়ি পর্যন্ত কংক্রিটের রাস্তা এবং বাঁকড়া-৩ গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া নয়াবাজ হেলথ সেন্টারের সীমানা প্রাচীরের উদ্বোধন। এই প্রকল্পগুলি সাংসদ তহবিলের অর্থানুকূল্যে যথাক্রমে ৯,৪৩,৫০০ টাকা, ৮,০০,১০০ টাকা, ১৭,৩৮,১২৯ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে।