বিজেপি সাংসদ ‘শয়তান’! CPM চাকরি খেতে রুখে দিয়েছি, সংহতি দিবসের মঞ্চ থেকে তুলোধনা কল্যাণের

Must read

সংহতি দিবসের মঞ্চ থেকে চাকরি খাওয়া নিয়ে সিপিএম-বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। শনিবার কলকাতার মেয়ো রোডে ‘সংহতি দিবস’ পালন করছে তৃণমূল। বাবরি মসজিদ ধ্বংসের দিনে সম্প্রীতি রক্ষার দাবি নিয়ে প্রতি বছরেই এই দিনটিকে পালন করে তৃণমূল।

প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম না করে এদিন কল্যাণ (Kalyan Banerjee) জানান, “একদিন যে লোকটা ভগবান হয়ে উঠেছিল, রিকশা, অটোর পিছনে ‘তুমি ভগবান’ লিখে যার পোস্টার পড়ত, তিনিই এখন শয়তান হয়ে গিয়েছেন।” সিপিএম-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন,”সিপিএম-এর লোকেরা চাকরি খায়। আমাদের চ্যালেঞ্জটা এই জায়গায়। বাংলায় কয়েকটা উকিলের জন্য কলকাতার প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে থাকবে কিনা, সেটাই আমরা জানতে চাই। এই সিপিএমের লোকই চাকরি খেতে এসেছিল, আটকে দিয়েছি। অভিষেক হল আগামী দিনের ভবিষ্যৎ, আর দিদি ছিল আছে থাকবে।”

আরও পড়ুন- সংহতি দিবসের মঞ্চ থেকে বিজেপিকে তোপ তৃণমূলের

এদিনের এই সভাতে বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরু ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাংগঠনিক ও প্রশাসনের তরফে তার সমস্ত প্রস্তুতি আগে থেকেই নেওয়া হয়ে গিয়েছিল। কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা ও হাওড়ার ছাত্র-যুবরা এই কর্মসূচিতে ছিলেন।

Latest article