প্রতিবেদন : চেয়ারে বসে ক্ষমতার অপব্যবহার করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Kalyan banerjee)। শোনা যাচ্ছ, তিনি এবার রাজনীতিতে আসছেন। আসুন রাজনীতির ময়দানে। উনি যেখানে দাঁড়াবেন সেখানেই হারাব। এই ভাষাতেই রবিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan banerjee)। রবিবার সন্ধ্যায় হুগলির কোন্নগরে ব্রিগেডের জনগর্জন সভার সমর্থনে একটি পথসভার আয়োজন করা হয়েছিল। সেখানেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন কল্যাণ। তিনি অভিযোগ করেন, ’১৪ থেকে ’২৪ পর্যন্ত মোদি জমানা বিচার ব্যবস্থাকে নষ্ট করেছে। প্রলোভন দেখিয়ে বিচারপতিদের কিনতে চেয়েছে। নিজেদের কাজে লাগিয়েছে। ভারতের প্রধান বিচারপতি বড় বড় মামলার রায় দেওয়ার পর রাজ্যসভার এমপি হয়ে যাচ্ছেন। কেউ আবার রাজ্যপাল হয়ে যান। বিচারপতি গঙ্গোপাধ্যায়কেও পদত্যাগ করিয়ে লোকসভার সাংসদ করার স্বপ্ন দেখাচ্ছে। উনি যেখানে দাঁড়াবেন সেখানে হারাব। এতদিন বিচারপতির পদে বসে অপব্যবহার করেছ। এসো এবার রাজনীতির ময়দানে, দেখি কত ক্ষমতা। কিছু জানে না। গঙ্গোপাধ্যায় ভগবান ছিল না। আমি প্রথম থেকে বলেছি গঙ্গোপাধ্যায় রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিচার করছেন। আজ তা প্রমাণিত হল।