প্রতিবেদন : প্রয়াত অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায় (Kalyan Chatterjee)। বয়স হয়েছিল ৮১। দীর্ঘদিন ধরেই তিনি ম্যালেরিয়া, টাইফয়েড-সহ নানা রোগে ভুগছিলেন। ভর্তি ছিলেন হাসপাতালে। সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী, তপন সিনহার আপনজন, ধন্যি মেয়ে, সুজয় ঘোষের কাহানি-সহ ৪০০টির বেশি ছবিতে অভিনয় করেছিলেন। রবিবার রাতেই কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য হয়।
আরও পড়ুন-আজ কোচবিহারে মুখ্যমন্ত্রী, কাল জনসভা

