প্রতিবেদন : কেরিয়ার বাঁচানোর জন্য অসীম কৃতজ্ঞতায় কাল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন (জেডিএ) আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে (Kalyan Banerjee) সংবর্ধনা দেবে। কাল, রবিবার জেডিএ-র প্রথম রাজ্য কমিটির বৈঠক। উত্তর কলকাতার একটি প্রেক্ষাগৃহে এই বৈঠক হবে। গোটা রাজ্যের জুনিয়র ডাক্তারদের প্রায় ৯০ জন প্রতিনিধি থাকবেন। উল্লেখ্য, আরজি কর-কাণ্ডের পরিপ্রেক্ষিতেই এই জেডিএ তৈরি হয়েছিল।
জেডিএ-র এই বৈঠকে উল্লেখ্যযোগ্য বিষয় হল কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ (Kalyan Banerjee) ডাক্তারদের লড়াইয়ে সাহায্যকারী আইনজীবীদের সংবর্ধনা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন। চক্রান্তকারীরা আরজি করের অশান্তির সময়ে এই জুনিয়র ডাক্তারদের চিহ্নিত করে তাঁদের কেরিয়ার শেষ করে দেওয়ার চক্রান্ত করেছিল। তাঁদের পড়াশোনা বন্ধ করে দিতে সবরকম চেষ্টা করা হয়েছিল। এই সময়েই আইনি লড়াইয়ে নামেন একদল আইনজীবী, যাঁদের নেতৃত্ব দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাহুল, অয়ন চক্রবর্তী প্রমুখ। এদেরকেই কাল সংবর্ধনা দেওয়া হবে।
আরও পড়ুন- আর্থিক লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্য! সমবায়ে ‘অনলাইন অডিট ব্যবস্থা’ চালু করছে রাজ্য
পাশাপাশি সংগঠনের প্রথম রাজ্য কমিটির বৈঠক থেকে বেশ কিছু কর্মসূচি ঘোষণা করা হবে। সারা রাজ্যের জুনিয়র ডাক্তাররা কীভাবে কাজ করবেন, সে নিয়ে আলোচনা হবে। সিনিয়র চিকিৎসকেদের সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সভানেত্রী ডাঃ শশী পাঁজা আমন্ত্রিত। সিনিয়র-জুনিয়রদের মধ্যে তালমিল রেখে কীভাবে সুচারুভাবে কাজ করা যায়, সে বিষয়টি নিয়েও আলোচনা হবে।