কল্যাণী সেন্ট্রাল পার্ক তথা সিভিক সেন্টার ময়দানে চলছে কল্যাণী বই উৎসব। কল্যাণী পৌরসভা ও কল্যাণী পাবলিক লাইব্রেরির সহযোগিতায়। নবম বর্ষের এই বই উৎসব শুরু হয়েছে ১ ডিসেম্বর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি জয় গোস্বামী, রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন কল্যাণী পৌরসভার পৌরপ্রধান ড. নীলিমেশ রায়চৌধুরী ও উপপৌরপ্রধান বলরাম মাঝি-সহ আরও অনেকে।
আরও পড়ুন-সুরক্ষিত থাক মানবাধিকার
২ ডিসেম্বর ‘আবোল তাবোলের শতবর্ষ ও শিশু মনের সেকাল ও একাল’ এবং ৩ ডিসেম্বর ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও মহাকাশ গবেষণা, চন্দ্রযান’ নিয়ে দুটি বিশেষ সেমিনার-অনুষ্ঠান হয়। প্রথম দিনের বক্তা ছিলেন ড. গৌতম বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক সমীর অধিকারী, অধ্যাপক নির্মাল্য মজুমদার। দ্বিতীয় দিন ছিলেন পদ্মশ্রী অধ্যাপক অজয় রায়, অধ্যাপক সমীর অধিকারী প্রমুখ। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন মঞ্চে কবিদের কবিতাপাঠ ও ‘শতবর্ষে রক্তকরবী’ ও ‘লিটল ম্যাগাজিন’ নিয়ে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অংশ নিয়েছে বেশ কয়েকটি নামী প্রকাশন সংস্থা। রয়েছে ছোট ও বড়দের বইয়ের নানা সম্ভার। পাশাপাশি রয়েছে খাবারের স্টল। প্রতিদিন সন্ধ্যায় আয়োজিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বই উৎসবের আজ শেষদিন। চলবে দুপুর ২টো থেকে রাত্রি ১০টা পর্যন্ত।