ফের ওড়িশা, লাইনচ্যুত কামাখ্যা এক্সপ্রেস, মৃত্যু হল বাংলার যুবকের

Must read

প্রতিবেদন : দুর্ঘটনা আর ভারতীয় রেল সমার্থক হয়ে যাচ্ছে ক্রমশ। নিত্যদিন লেগে রয়েছে দুর্ঘটনা। রেলের কোনও ভ্রুক্ষেপই নেই! যাত্রী সুরক্ষা তলানিতে গিয়ে পৌঁছেছে। প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রী সাধারণকে। রেল সামলাতে কেন্দ্রের সরকার যে শোচনীয় ব্যর্থ, তা আর একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ওড়িশার কটকে কামাখ্যা এক্সপ্রেসের (Kamakhya Express) লাইনচ্যুত হওয়ার ঘটনা।

রেল এতটাই দায়িত্বজ্ঞানহীন যে এই ঘটনাকে লঘু করে দেখানো হয়। রেলের তরফে বলা হয় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। কিন্তু এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলার যুবক। আলিপুরদুয়ারের বছর বাইশের যুবক শুভঙ্কর রায় বেঙ্গালুরু গিয়েছিলেন চিকিৎসার প্রয়োজনে। কামাখ্যা এক্সপ্রেসে (Kamakhya Express) উঠেছিলেন বেঙ্গালুরু থেকে। কিন্তু তাঁর আর বাড়ি ফেরা হল না। রবিবার দুপুরে মর্মান্তিক খবর এল তাঁর বাড়িতে। রেলের কয়েকজন আধিকারিক বাড়িতে এসে জানিয়ে যান শুভঙ্করের মৃত্যুর খবর। আলিপুরদুয়ারের ৪ নম্বর ওয়ার্ডের নেতাজি রোড মধ্যপাড়ার বাসিন্দা শুভঙ্কর পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি। স্টিল আসবাবপত্রের কারখানায় কাজ করতেন। শুভঙ্করের মৃত্যুর খবর পেয়ে বাড়িতে যান আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল ও পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর। তাঁরা শোকগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত পেলে ছাত্র সংসদ নির্বাচন হবে এবছরই : ব্রাত্য

কটক স্টেশন ছেড়ে কেন্দাপাড়ার কাছে বেঙ্গালুরু-কামাখ্যা এক্সপ্রেসের একাধিক এসি কামরা উল্টে যায়। রেল প্রথমে জানায়, সাতজনের বেশি আহত হয়েছেন। কোনও মৃত্যুর খবর নেই। পরে জানা যায় শুভঙ্করের মৃত্যুর খবর। ঘটনার পর ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শুরু হয় উদ্ধারকাজ। রেল সূত্রে খবর, কামাখ্যা এক্সপ্রেসের ১১টি বগি লাইনচ্যুত হয়। আতঙ্কে যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে পড়েন। তখনই কয়েকজন আহত হন। একাধিক ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। এই ঘটনায় রেলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠে পড়েছে। চূড়ান্ত অব্যবস্থা। রেল বাজেট তুলে দেওয়ায় সেভাবে রক্ষণাবক্ষেণের কাজ হচ্ছে না বলে অভিযোগ যাত্রীদের। রেলের এতটাই গা-ছাড়া মনোভাব যে কীভাবে দুর্ঘটনা, তাও স্পষ্ট করে জানাতে পারেনি।

Latest article