সংবাদদাতা, হুগলি : দুর্গাপুজোর আগেই সমস্ত কানাইপুর জুড়ে ব্যাপক উন্নয়নের ঘোষণা উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক ও কানাইপুর গ্রামপঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদবের। কানাইপুর বাসাই অটোস্ট্যান্ডে আমরা ক’জন পুজো কমিটির মাতারার পুজোয় প্রতিমা দর্শন করতে এসে দুর্গাপুজোর আগেই কানাইপুর জুড়ে ব্যাপক উন্নয়নের ঘোষণা করেন বিশিষ্ট অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিক ও আচ্ছেলাল যাদব।
আরও পড়ুন-পঞ্চায়েত দখলের লক্ষ্যে কর্মীদের ঝাঁপানোর নির্দেশ
কাঞ্চন বলেন, যখন বিধানসভা ভোটের জন্য উত্তরপাড়ার তৃণমূলের প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা হয়, তখন কোন্নগর জিটি রোড থেকে পার ডানকুনি অবধি যে প্রধান সড়ক নইটি রোড, তার বেহাল দশা ছিল। তিনি জেতার পরেই নতুন করে রাস্তা তৈরি করে দিয়েছেন। কানাইপুর এলাকার বহু রাস্তা ঢালাই করে দিয়েছেন। দুর্গাপুজোর আগেই বাকি যে কয়েকটি রাস্তা, যেমন কানাইপুর অটোস্ট্যান্ড থেকে কানাইপুর কলোনির রাস্তা, গঙ্গানগরের রাস্তা ও আরও বাকি যে রাস্তাগুলো রয়েছে সেগুলো নতুন করে করে দেওয়া হবে। আচ্ছেলাল বলেন, কানাইপুর এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। নিকাশি ব্যবস্থার কিছুটা অসুবিধা ছিল সেগুলো দ্রুত ঠিক করে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। পুজোর আগেই সমস্ত কাজ হয়ে যাবে। বিরোধীদের উদ্দেশে পঞ্চায়েত প্রধান বলেন, অহেতুক কোনও কারণ নিয়ে হুজ্জুতি না করে এলাকার যে ব্যাপক কাজ হচ্ছে তাতে সমর্থন করুন।