কালিম্পঙে দেখা গেল কাঞ্চনজঙ্ঘা

পর্যটকরা যেন পাহাড় ছাড়তে চাইছেনই না। রবিবার সকাল থেকেই কালিম্পঙের আবহাওয়া পরিষ্কার। ডম্বরচকের কিছুটা নিচ থেকেই শ্বেতশুভ্র শায়িতবুদ্ধকে দর্শন।

Must read

সংবাদদাতা, দার্জিলিং : সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। মেঘ কাটিয়ে ঝলমলে আকাশ। রবিবার কালিম্পং থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। ঘুমন্ত বুদ্ধদর্শনে মোহিত পর্যটকরা। কাঞ্চনজঙ্ঘাকে পিছনে রেখে সেলফি তোলার হিড়িকও পড়ে যায়। সঙ্গে গরম চায়ের কাপে চুমুক আর জমিয়ে আড্ডা। যেন এর টানেই ছুটে আসা পাহাড়ে।

আরও পড়ুন-লতার স্মৃতি জড়িয়ে আছে মহানগরের এই বাড়িতেও

মুগ্ধ পর্যটকরা যেন পাহাড় ছাড়তে চাইছেনই না। রবিবার সকাল থেকেই কালিম্পঙের আবহাওয়া পরিষ্কার। ডম্বরচকের কিছুটা নিচ থেকেই শ্বেতশুভ্র শায়িতবুদ্ধকে দর্শন। সকলেই মজে রইলেন কাঞ্চনদর্শনে। এদিকে শৈলশহর দার্জিলিঙের ম্যাল শনিবার ১৫ বছর পরে ঢাকে তুষারে। যদিও আর তুষারপাতের পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। উল্লেখ্য, বছরের শুরুতে এবার রেকর্ড তুষারপাত হয়েছে পাহাড়ে। একমাসে ৫ বার পাহাড়বাসী থেকে পর্যটকরা পেয়েছেন তুষারপাতের স্বাদ। সান্দাকফু, ফালুট, চটকপুর ঢেকেছে তুষারে। কালিম্পঙের আকাশে জমেছিল মেঘ। তবে ধীরে ধীরে মেঘ কাটিয়ে পরিষ্কার হয়েছে আবহাওয়া। সব মিলিয়ে পাহাড়কে চুটিয়ে উপভোগ করছেন পর্যটকরা।

Latest article