প্রতিবেদন : ২৪ ঘন্টার মধ্যে কান্দিতে (Kandi) তৃণমূল (TMC) কংগ্রেস নেতা খুনের ঘটনার কিনাড়া করল তদন্তকারীরা। নেপাল সাহার খুনে অভিযুক্ত চারজনকেই গ্রেফতার করেছে পুলিশ। বীরভূমের (Birbhum) সাঁইথিয়া (Sainthiya) থেকে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। ধৃতরা তারকনাথ সাহা, বিষ্ণু দোলুই, বরুণ ঘোষ এবং সপ্তম ঘোষ।
আরও পড়ুন : KMC 97: কলকাতাবাসীকে ভ্যাটমুক্ত শহর উপহার দিতে চান দেবব্রত
তাদের কান্দি মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, খুনিরা বিহারে পালানোর ছক কষেছিল। শেষপর্যন্ত তাদের মোবাইল লোকেশন ট্র্যাক করে তাদের সন্ধান মেলে। অভিযুক্তদের গ্রেফতারি প্রসঙ্গে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান, সাঁইথিয়ার অমুয়া গ্রামে এক পরিচিতের বাড়িতে গা ঢাকা দিয়েছিল খুনিরা। মোবাইল লোকেশন ট্র্যাক করে তা জানতে পারে মুর্শিদাবাদের পুলিশ। এরপর সাঁইথিয়া পুলিশের সাহায্য নিয়ে তাদের গ্রেফতার করা হয়। সম্ভবত তারা বিহারে পালানোর ছক কষছিল। উল্লেখ্য, গত শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা নেপাল সাহা। পথ আটকে তাঁকে গুলি করা হয়। এরপর মৃত্যু নিশ্চিত করতে তৃণমূল নেতাকে ধারাল অস্ত্র দিয়ে কোপায় দুষ্কৃতীরা। জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর নেপাল সাহার মৃত্যু হয়।