বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরে নামতেই কঙ্গনা রানাউতকে (Kangana Ranaut)অর্থাৎ মাণ্ডির হবু সাংসদকে সপাটে ‘চড়’ মারলেন এক মহিলা জওয়ান। জানা গিয়েছে, একুশ সালে দিল্লির রাজপথে মাসখানেক ধরে চলা পাঞ্জাবের কৃষক আন্দোলনের বিরোধিতা করে পর পর আক্রমণাত্মক টুইট করেছিলেন বলি অভিনেত্রী কঙ্গনা রানাউত। এই ঘটনার ফলে আইনি বিপাকেও পড়তে হয়েছিল হবু সাংসদকে।
আরও পড়ুন-প্রকাশিত রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল, উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
সূত্রের খবর, কঙ্গনাকে চড় মারা ওই মহিলা জওয়ান পাঞ্জাবের কাপুরথালার বাসিন্দা। চণ্ডীগড় বিমানবন্দরে ওই ঘটনার মাশুল গুণতে হল ‘ফ্যাশন’ খ্যাত অভিনেত্রীকে। উল্লেখ্য, কৃষক আন্দোলন নিয়ে একাধিক বেফাঁস মন্তব্য করেছিলেন কঙ্গনা রানাউত। আন্দোলনরত কৃষকদের ‘খলিস্তানি’, ‘সন্ত্রাসবাদী’ও বলতে ছাড়েন নি তিনি। শুধু তাই নয়, বিতর্কিত তিন কৃষি বিল প্রত্যাহার করে নেওয়ার কথা যখন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তখন তিনি কৃষকদের ‘জিহাদি’ বলে আক্রমণ করেন। কঙ্গনার বিরুদ্ধে শিখ সম্প্রদায়ের একাংশ বেশ অসন্তুষ্ট ছিলেন। অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের হয়েছিল এফআইআর। পাঞ্জাবে কৃষকদের বিক্ষোভের মুখেও পড়তে হয়েছিল কঙ্গনাকে। কঙ্গনার গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় কৃষকরা। এবার সেই রাগের বশে কঙ্গনাকে সপাটে চড় মারলেন এক মহিলা জওয়ান।