অভিষেকের সভা নিয়ে মুখিয়ে কাঁথি

সাংসদের ‘কাঁথি চলো’ সভার সমর্থনে জোরকদমে চলছে বিভিন্ন অঞ্চলে দলের তরফে জোরদার প্রচার, প্রস্তুতিসভা, মিছিল ইত্যাদি কর্মসূচি

Must read

সংবাদদাতা, কাঁথি : কাঁথি কলেজ মাঠে আগামীকাল, ৩ ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বহুপ্রতীক্ষিত সভা ঘিরে উন্মাদনা ছড়িয়ে পড়েছে কাঁথির সর্বত্র। প্রিয় নেতাকে শনিবার স্বাগত জানাতে এবং তাঁর কথা শুনতে মনেপ্রাণে প্রস্তুত কাঁথির মানুষজন। শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার সভাস্থল ঘুরে যান দলের তমলুক ও কাঁথি সাংগঠনিক জেলার দুই সভাপতি সৌমেন মহাপাত্র ও তরুণকুমার মাইতি।

আরও পড়ুন-আর্জেন্টিনা-ব্রাজিল ফাইনালের আশায় রয়েছি

সাংসদের ‘কাঁথি চলো’ সভার সমর্থনে জোরকদমে চলছে বিভিন্ন অঞ্চলে দলের তরফে জোরদার প্রচার, প্রস্তুতিসভা, মিছিল ইত্যাদি কর্মসূচি। কাঁথি ৩ ব্লকের কানাইদিঘি অঞ্চল তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার করল পদযাত্রা ও জনসভা। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর, আইএনটিটিইউসি জেলা সভাপতি বিকাশ বেজ, কাঁথি সাংগঠনিক জেলার যুব সভাপতি সুপ্রকাশ গিরি, সাংগঠনিক জেলা সম্পাদক তরুণ জানা, জেলা পরিষদ নেতা নন্দদুলাল মাইতি প্রমুখ। এই সভামঞ্চে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন পদ্মশিবিরের স্থানীয় নেতা সমরেশ দাস ও তাঁর সমর্থকরা। কাঁথি পুরসভার ১৬ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের ডাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা সফল করতে হয় প্রস্তুতিসভা।

আরও পড়ুন-অ্যাডভাইসারি কমিটিতে এলেন অশোক-যতীন

বৃহস্পতিবারের ওই প্রস্তুতিসভায় হাজির ছিলেন কাঁথির যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি, জেলার মহিলা তৃণমূল সভানেত্রী মধুরিমা মণ্ডল, অধিকারীদের ওয়ার্ডে জয়ী ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তনুশ্রী চক্রবর্তী প্রমুখ। এই সভায় এলাকার মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক জনসভা সফল করার লক্ষ্যে গোকুলনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হয় পথসভা। ছিলেন নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূল সভাপতি অধ্যাপক বাপ্পাদিত্য গর্গ, যুব তৃণমূলের সভাপতি শোভন গিরি, দলের এসসিএসটি সেল সভাপতি শংকর দাস, বর্ষীয়ান নেতা সুদর্শন পাল প্রমুখ। বেকুটিয়া অঞ্চল তৃণমূলের উদ্যোগেও হয় পথসভা।

Latest article