সংবাদদাতা, কাঁথি : দলের মধ্যে অনেক মিরজাফর ছিল। তারা বেরিয়ে যাওয়ায় দল শুদ্ধ হয়েছে, দুর্নীতিমুক্ত ও সুশৃঙ্খল হয়েছে। সেই মিরজাফরদের যিনি নেতা, সেই শুভেন্দু অধিকারী সরকারের যাবতীয় সুবিধা ও ক্ষমতা ভোগ করা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। এখন রাজ্যের বিরোধী দলনেতা। তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাঁর গদ্দারি করে বিজেপিতে যাওয়ার বর্ষপূর্তিতে, কাঁথিতে উচ্ছ্বাসদিবস এবং সংহতি পদযাত্রা করবে জেলা তৃণমূল যুব কংগ্রেস। কাঁথি জেলা তৃণমূল যুব কংগ্রেস ও সংখ্যালঘু সেলের ডাকে। ২০ ডিসেম্বর বিরোধী দলনেতার বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে কাঁথি প্রভাতকুমার কলেজ সংলগ্ন মাঠে এই উপলক্ষে বিরাট জনসভা হবে।
আরও পড়ুন : নবরূপ পেতে চলেছে নয়াচর
ভাষণ দেবেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ, মন্ত্রী অখিল গিরি, জেলা সভাপতি তরুণকুমার মাইতি, বিধায়ক উত্তম বারিক প্রমুখ। তার আগে কাঁথি-মেচেদা বাইপাস মোড় থেকে বর্ণাঢ্য সংহতি পদযাত্রা শহর প্রদক্ষিণ করে সভাস্থলে আসবে। হিন্দুদের ব্রাহ্মণ, মুসলিমদের মৌলানা এবং খ্রিস্টান সম্প্রদায়ের পাদ্রিদের সংবর্ধনা দেওয়া হবে।
কাঁথি জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, ‘২০২১-এর ১৯ ডিসেম্বর বিধানসভা নির্বাচনের আগে কাঁথির গদ্দার বিজেপিতে যোগ দেন। ২০১৪ থেকেই বিজেপির সঙ্গে মিরজাফরের মতো যোগাযোগ ছিল তাঁর। তাই ২০ ডিসেম্বর কার্যত আপদ বিদায় দিবস। ওই দিন যুব তৃণমূল কর্মীরা ডিজে বাজিয়ে আনন্দ করবেন। সভা শেষে হবে আতশবাজি প্রদর্শনী। এভাবেই উচ্ছ্বাসদিবস পালিত হবে।’’
তৃণমূল কংগ্রেসের জেলা সংখ্যালঘু সেলের সভাপতি শেখ আনোয়ারউদ্দিন জানান, ‘‘অধিকারীরা রাজ্যে হিন্দু- মুসলিমদের মধ্যে ধর্মীয় মেরুকরণ করতে উঠে পড়ে লেগেছে। সামনেই কাঁথি পুর নির্বাচন। এই শহরেও একই অপচেষ্টা অব্যাহত। তার প্রতিবাদে দুই সম্প্রদায়ের মানুষ শহর জুড়ে সংহতি পদযাত্রা করবেন।’’
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…