কঠিন বর্জ্য থেকে জৈবসার তৈরি করবে কাঁথি পুরসভা

হুইসেল বাজিয়ে বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করা হয়। কাঁথি সুপার মার্কেট-সহ অন্য বাজার থেকেও প্রতিদিন প্রচুর আবর্জনা বেরোয়।

Must read

সংবাদদাতা, কাঁথি : কঠিন বর্জ্য নিয়ে বড় ধরনের প্রকল্প রূপায়ণের পথে কাঁথি পুরসভা। প্রতিদিন এখানে সকালে ঝাঁট দিয়ে রাস্তা পরিষ্কারের রীতি আছে। সেই সব আবর্জনা জমা হয় ডাস্টবিনে। পরে পুরসভার গাড়ি নিয়ে যায়। এছাড়াও হুইসেল বাজিয়ে বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করা হয়। কাঁথি সুপার মার্কেট-সহ অন্য বাজার থেকেও প্রতিদিন প্রচুর আবর্জনা বেরোয়।

আরও পড়ুন-জেলায় জেলায় বিজেপি-আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব, পিটিয়ে খুন তৃণমূল নেতাকে

এগুলি মূলত রাস্তার ধারে ফেলা হত। অনেকে জমি ভরাটের কাজেও ব্যবহার করে। ওই সব আবর্জনা থেকে পরিবেশ দূষণের অভিযোগ নতুন কিছু নয়। আবর্জনা পরিষ্কার করে দূষণ নিয়ন্ত্রণ করতে গিয়ে নতুন দূষণ ঘটছে। এই অবস্থা থেকে বাঁচতে পরিবেশবান্ধব প্রকল্প হাতে নিয়েছে কাঁথি পুরসভা। নবান্নে ইতিমধ্যে পুরো প্রকল্পের খসড়া পাঠানো হয়েছে। সরকার প্রকল্প গড়ে তুলতে কাঁথি পুরসভাকে নয়াপুটের কাছে প্রায় ১৭ বিঘা জমি দিয়েছে। সেই জমিতে পুরসভা অস্থায়ী বেড়া ও একটি শেড তৈরি করে।

আরও পড়ুন-অবসরের পর বোলিং কোচের ভাবনা, কেকেআরে খেলেই অবসর চান নারিন

হঠাৎ প্রকল্পটি গতি হারিয়েছিল। নতুন পুরবোর্ড গঠিত হওয়ার পর আবার কাজ শুরু করেছে কাঁথি পুরসভা। ইতিমধ্যে প্রতিনিধি দল নয়াপুটের কাছে জমিটি পরিদর্শন করেন। অস্থায়ী বেড়া ও শেডের বেশিরভাগ অংশই চুরি গিয়েছে। প্রকল্প দীর্ঘদিন পড়ে থাকায় বাজেট বেড়ে প্রায় ৩৮ কোটি টাকায় পৌঁছেছে। এই প্রকল্পটি চালু হলে এখান থেকে জৈবসার তৈরি হবে। অন্যান্য বর্জ্যপদার্থ দিয়েও নতুন কিছু করার পরিকল্পনা আছে। নবান্ন থেকে খুব শিগগিরই প্রকল্পটি দেখতে প্রতিনিধি দল আসছে বলে পুরসভা সূত্রে জানা গেছে।

Latest article