শ্মশান-কাণ্ডে জামিন খারিজের আবেদন জানাল কাঁথি থানা

তারা হল, কাঁথি পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলীপ বেরা, ঠিকাদার সতীনাথ দাস অধিকারী ও তার ম্যানেজার অলোক সাহু।

Must read

সংবাদদাতা, কাঁথি : কাঁথি পুরসভার রাঙামাটি শ্মশান-কাণ্ডে ধৃতদের জামিন খারিজের জন্য সোমবার কাঁথির অতিরিক্ত জেলা ও দায়রা কোর্টে আর্জি জানালো কাঁথি থানার পুলিশ। ইতিমধ্যেই কাঁথি পুরসভার রাঙামাটি শ্মশানে অবৈধ স্টল নির্মাণ এবং তা বিক্রির তদন্তে নেমে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা বিজেপির কাঁথি সংগঠনিক জেলার সম্পাদক সৌমেন্দু অধিকারীর গাড়িচালক গোপাল সিং-সহ চারজনকে পুলিশ গ্রেফতার করেছিল।

আরও পড়ুন-পরীক্ষার দাবিতে ছাত্রদের আন্দোলন বিশ্বভারতীতে, অবনমন নিয়ে অধ্যাপকদের সমালোচনার মুখে উপাচার্য

তারা হল, কাঁথি পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলীপ বেরা, ঠিকাদার সতীনাথ দাস অধিকারী ও তার ম্যানেজার অলোক সাহু। ২৯ জুন এই শ্মশান-কাণ্ড নিয়ে কাঁথি থানায় অভিযোগ করেছিলেন চেয়ারম্যান সুবল মান্না। সেই অভিযোগে প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দুর নামও ছিল। পুলিশের চোখে সৌমেন্দু এখন ফেরার। কাঁথি আদালত থেকে ঠিকাদার সতীনাথ দাস অধিকারী আগেই জামিন পেয়েছিলেন। বাকি তিনজনকে গত ১৪ জুলাই কাঁথি আদালত জামিন দেয়। এতে মামলার তদন্ত প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা করছে কাঁথি থানার পুলিশ। শুধু তাই নয়, জামিন পাওয়া শেষ তিনজন বাইরে থাকলে তদন্ত প্রভাবিত হতে পারে, বিশেষ করে সাক্ষীদের ম্যানেজ করা হতে পারে বলে পুলিশের অনুমান। তাই শ্মশান-কেলেঙ্কারি কাণ্ডে শেষ তিনজনের জামিনকে চ্যালেঞ্জ করে কাঁথি আদালতে সোমবার আবেদন করা হয়েছে বলে জানান কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস।

Latest article