সংবাদদাতা, রায়গঞ্জ : কন্যাশ্রী প্রকল্পে নজরকাড়া সাফল্য উত্তর দিনাজপুরের। জেলাগুলির মধ্যে গতবারের মতো এবছরও কন্যাশ্রীতে সার্বিক কাজের নিরিখে রাজ্যে প্রথম সারির স্বীকৃতি জেলার। বৃহস্পতিবার কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে এই পুরস্কার তুলে দেওয়া হবে। জেলার দুই কন্যাশ্রী— বীথি রায় ও পায়েল রজককে পুরস্কৃত করা হবে ওই মঞ্চ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার পাবেন কৃতীরা। বীথি তাঁর পড়া শেষে রায়গঞ্জ হাসপাতালের জিএনএম হিসেবে কর্মরত। পায়েল ইটাহারে কেকের ব্যবসা শুরু করে প্রতিষ্ঠিত উদ্যোগী।
আরও পড়ুন-বিজেপির মিথ্যাচারের জবাব দিলেন দেবাংশু
জেলা থেকে এই কৃতীদের সঙ্গে থাকবেন অতিরিক্ত জেলাশাসক মানস মণ্ডল ও ডেপুটি ম্যাজিস্ট্রেট অঙ্কিতা উপাধ্যায়। জেলা প্রশাসনের নিরন্তর প্রচেষ্টায় ও কন্যাশ্রী ক্লাবগুলির সহযোগিতায় জেলায় উল্লেখযোগ্যভাবে কমেছে বাল্যবিবাহ, ড্রপ আউটের হার। বৃহস্পতিবার রায়গঞ্জের বিধানমঞ্চেও জেলা প্রশাসনের পক্ষ থেকে ১২তম কন্যাশ্রী দিবস উদযাপন করা হবে। যেখানে জেলার পাঁচ কন্যাশ্রীকে পুরস্কৃত করা হবে। কন্যাশ্রী ২ পেয়ে জেলার রায়গঞ্জ ব্লকের মাড়াইকুড়া ইন্দ্রমোহন বিদ্যালয় থেকে পাশ করে দীপা দাস এখন জিএনএম, কালিয়াগঞ্জের ডালিমগাঁও বিদ্যালয়ের আসমা ইয়াসমিনও এএনএম হিসেবে কাজ করছেন। মিনু মণ্ডল নিজের বাল্যবিবাহ আটকে উচ্চ মাধ্যমিকে ভাল ফল করে কলেজে পড়ছেন। হাতিয়া হাইস্কুলের প্রীতিকা বর্মন অনূর্ধ্ব ১৭ ভারতীয় মহিলা ফুটবল দলে সুযোগ পেয়ে গর্বিত করেছে জেলাকে। ডালিমগাঁও স্কুলের চন্দনা রায় জাতীয় খো খো দলে। এই পাঁচ কন্যাশ্রীও সম্মানিত হবেন। উত্তর জেলার ওসি কন্যাশ্রী জানান, জেলার কন্যাশ্রীদের এই স্বীকৃতিতে খুশি সকলে।