কন্যাশ্রী, সবুজসাথী প্রকল্পের জেরে মাধ্যমিক-দৌড়ে এগিয়ে কন্যাশ্রীরা

Must read

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী, সবুজসাথী ইত্যাদি বাংলায় নারীশিক্ষার ছবিটা যে বদলে দিচ্ছে, তার হাতেগরম প্রমাণ পুরুলিয়া, মুর্শিদাবাদ ইত্যাদি জেলায়। মেয়েদের স্কুলমুখী হওয়ার প্রবণতা বেড়েছে তৃণমূল (Trinamool Congress) আমলে, পুরুলিয়া ও মুর্শিদাবাদে তা স্পষ্ট হয়ে গেল মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যায়। পুরুলিয়ায় এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ৫৫,৭০০ জন। এর মধ্যে ছাত্র ২৫,৬৩৪ ও ছাত্রী ৩০,০৬৬ জন। জেলায় ১৬০টি পরীক্ষাগ্রহণ কেন্দ্রে আজ পরীক্ষা শুরু হচ্ছে। প্রস্তুতি চূড়ান্ত করে দিয়েছে জেলা শিক্ষা দফতর। জেলা মাধ্যমিক পরীক্ষা পরিচালন কমিটির সত্যকিঙ্কর মাহাতো জানিয়েছেন, পুরুলিয়ায় বেশ কয়েক বছর ধরেই মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি থাকছে। উচ্চশিক্ষাতেও বাড়ছে ছাত্রীর সংখ্যা।

জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, মেয়েরা এখন সপ্তম শ্রেণি থেকে কন্যাশ্রী পাচ্ছে। তাই পুরুলিয়ার মতো পিছিয়ে পড়া জেলাতেও বেড়েছে মেয়েদের সাক্ষরতার হার। মুর্শিদাবাদ জেলায় এবারেও ছাত্রদের তুলনায় ছাত্রী বেশি। ৬০.২৭ শতাংশ ছাত্রী মাধ্যমিকে বসছেন। অফলাইন পরীক্ষায় যা রেকর্ড। জেলা বিদ্যালয় পরিদর্শক অমর শীল জানান, মুর্শিদাবাদে ২০২২-এ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন ৯৬,৩৫২ জন। তাঁর মধ্যে ছাত্র ৩৮,২৮২ জন, ছাত্রী ৫৮,০৭০ জন। জেলার ২৯৫টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। ২০১৫ সাল থেকেই মুর্শিদাবাদ জেলায় ছাত্রীদের হার বেড়ে চলেছে। পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির জেলা তৃণমূল (Trinamool Congress) সভাপতি মহম্মদ ফুরকান বলেন, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথী ইত্যাদির দৌলতে মেয়েদের পড়াশোনার আগ্রহ অনেক বৃদ্ধি পেয়েছে।

Latest article