কন্যাশ্রী বিশ্ব সেরা হবে, বললেন মুখ্যমন্ত্রী

Must read

কন্যাশ্রী দিবসের ১০বছর (Kanyashree Dibas) পূর্তিতে সোমবার, ধনধান্য স্টেডিয়ামের অনুষ্ঠানে আশা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বললেন, বাংলাকে বিশ্বের মঞ্চে নিয়ে যাবে কন্যাশ্রীরা। মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, বাংলাকে ধমকে-চমকে আটকে রাখা যাবে না। বিশ্ব জয় করবে বাংলার সংস্কৃতি-মেধা।

এদিন বিভিন্ন ক্ষেত্রে কৃতি কন্যাশ্রীদের হাতে শংসাপত্র ও উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী। নিজের লেখা দুটি কবিতা পাঠ করেন। বলেন, এই কবিতা ভবিষ্যতে ছাত্রীদের অনুপ্রেরণা জোগাবে। সিঙ্গুর আন্দোলনের সময় অনশনে থাকা অবস্থায় লেখা কবিতা শোনান মমতা বন্দ্যোপাধ্যায়। আর একটি কবিতা আমার ঠিকানা পাঠ করেন তিনি। জানান, কন্যাশ্রীর লোগো থেকে থিম সং সবই তাঁর রচনা। বিশ্বের তাবড় দেশকে পিছনে ফেলে সাফল্যের শীর্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত প্রকল্প কন্যাশ্রী(Kanyashree Dibas)। নেদারল্যান্ডে সেই পুরস্কার আনতে গিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সেই অভিজ্ঞতার কথাও এদিন শোনান তিনি। একই সঙ্গে জানান, স্টুডেন্স ক্রেডিট কার্ডের মাধ্যমে উচ্চশিক্ষায় ঋণ পেতে আর সমস্যা নেই পডুয়াদের। সরাসরি নাম না করলেও কেন্দ্রীয় এজেন্সি আর প্রতিনিধিদল পাঠিয়ে বাংলাকে হেনস্থা করার বিরুদ্ধে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলাকে ধমকিয়ে-চমকিয়ে আটকে রাখা যাবে না। বাংলা সৃংস্কতি-মেধা দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে শীর্ষ আসন লাভ করবে। কন্যাশ্রী বিশ্ব সেরা হবে।

আরও পড়ুন- রাজ্যের প্রতি ক্রমাগত আর্থিক বঞ্চনা সত্ত্বেও কৃষিতে স্বীকৃতি, বাংলাকেই মডেল করার পরামর্শ কেন্দ্রের

Latest article