অভাবকে হার মানিয়ে আইপিএস অফিসার হওয়ার স্বপ্নপূরণ, কন্যাশ্রীর সাফল্যের গল্প এবার সেলুলয়েডে

রাজ্য পুলিশের ডিজির ভূমিকায় অভিনয়ে যিনি চমক ধরিয়ে দিয়েছেন শুটিংয়ের প্রথমদিনই। মঙ্গলবার জোকায় ছিল শুটিংয়ে সাংসদের প্রথম দিন

Must read

প্রতিবেদন : ‘কন্যাশ্রী’ পূরণ করেছে বহু কন্যার স্বপ্ন। এবার ‘সুকন্যার’ সহায্যে স্বপ্নপূরণ হল দুর্গার। নিখোঁজ বাবা, অভাবের সংসার, প্রতিদিন মায়ের লড়াই দেখে বেড়ে ওঠা মেয়েটা একদিন হল আইপিএস অফিসার। এই দুর্গার লড়াই, মুখ্যমন্ত্রীর সহযোগিতা মানুষ দেখবেন। আবারও সাক্ষী থাকবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প ‘কন্যাশ্রী’-র সাফল্য এবার তুলে ধরা হচ্ছে সেলুলয়েডের পর্দায়। ছবির নাম ‘সুকন্যা’।

আরও পড়ুন-উত্তর জুড়ে উদযাপন পঞ্চানন বর্মার জন্মদিন

পরিচালক উজ্জ্বল মিত্রের ছবির নামই মুখ্যমন্ত্রীর প্রকল্প। সমীর মণ্ডল প্রযোজিত এই ছবিতে মুখ্যমন্ত্রী মায়া চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করেছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। লড়াকু মেয়ে দুর্গার চরিত্রে অভিনয় করেছেন শ্রেয়সা ঘোষ। অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সাংসদ শান্তনু সেনকে। রাজ্য পুলিশের ডিজির ভূমিকায় অভিনয়ে যিনি চমক ধরিয়ে দিয়েছেন শুটিংয়ের প্রথমদিনই। মঙ্গলবার জোকায় ছিল শুটিংয়ে সাংসদের প্রথম দিন। এই নিয়ে ছবির অষ্টম দৃশ্যের শুটিং হয়ে গিয়েছে। দ্রুত গতিতে, টান টান উত্তেজনা নিয়ে চলছে শুটিং। ছবির শুটিং ফ্লোর প্রতিদিন জীবন্ত হয়ে উঠছে মুখ্যমন্ত্রীর এক-একটি আন্দোলনের দৃশ্যে।

আরও পড়ুন-দিঘায় পর্যটকের অভিযোগ জমা নিতে বসছে বাক্স

ছবিতে সিঙ্গুরের জমি আন্দোলনকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমদিন শুটিং শেষে পুলিশের পোশাকে সাংসদ শান্তনু সেন বলেন, এই প্রথম অভিনয় করছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অনুপ্রেরণা। তাঁর দেখানো পথেই হাঁটছি। তাঁর নজির গড়া প্রকল্পের সাফল্য নিয়ে গড়ে ওঠা ছবিতে অভিনয় করতে পেরে এক অন্যরকম অনুভূতি হচ্ছে। ১ বৈশাখেই এই ছবি মুক্তির চিন্তাভাবনা রয়েছে।

Latest article