কন্যাশ্রী যোদ্ধা আজমিরার প্রয়াণে বন্ধুহীন নাবালিকারা

পড়তে পড়তেই দরিদ্র ছাত্রীদের স্বনির্ভর করে তোলার উদ্যোগ নিয়ে নজর কেড়েছিলেন বিড়িশ্রমিক পরিবারের মেয়ে আজমিরা খাতুন।

Must read

কল্যাণ চন্দ্র, বহরমপুর: পড়তে পড়তেই দরিদ্র ছাত্রীদের স্বনির্ভর করে তোলার উদ্যোগ নিয়ে নজর কেড়েছিলেন বিড়িশ্রমিক পরিবারের মেয়ে আজমিরা খাতুন। খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৮-র ফেব্রুয়ারিতে বহরমপুরে পুরস্কৃত করেছিলেন তাঁকে। সেই আজমিরা সন্তান প্রসবের সময় মারা গেলেন। তাঁর অকালমৃত্যুতে শোকস্তব্ধ জঙ্গিপুর মহকুমার সামশেরগঞ্জ। রবিবার গভীর রাতে জঙ্গিপুরের এক বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হয় আজমিরার। মাত্র ২৩ বছর বয়সে।

আরও পড়ুন-বিবেকানন্দের জন্মদিনে শোভাযাত্রা

নবম শ্রেণিতে পড়াকালীন প্রশাসনকে ফোন করে নিজের বিয়ে নিজেই বন্ধ করে করে সকলের নজর কেড়েছিলেন আজমিরা। শুধু নিজের বিয়ে বন্ধই নয়, কমবয়সে বিবাহে রোধে সচতনতা গড়ে তুলেছিলেন। পড়াশোনার পাশাপাশি হাতের কাজ শিখে কীভাবে স্বনির্ভর হওয়া যায় তা নিজেই সেলাই মেশিনে কাজ শিখে সকলকে পথ দেখান। বিষয়টি জানতে পেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজমিরার হাতে পুরস্কারস্বরূপ ল্যাপটপ দিয়েছিলেন। এই সংবর্ধনা পেয়ে উৎসাহ বেড়ে যায় আজমিরার । সামশেরগঞ্জ ব্লকের ‘কন্যাশ্রী যোদ্ধা’ করা হয় আজমিরাকে। পড়াশোনা শেষে ধূলিয়ানে বিয়ে হয়। রবিবার রাতে সন্তানের জন্ম দিতে গিয়ে মৃত্যুর খবর পেয়েই জয়কৃষ্ণপুর গ্রামে যান সামশেরগঞ্জ ব্লক তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি সোহেল আহমেদ, যুব তৃণমূল সহসভাপতি আসিফ ইকবাল প্রমুখ।

Latest article