নয়াদিল্লি, ৩ নভেম্বর : চলতি টি-২০ বিশ্বকাপে পাকিস্তান-নিউজিল্যান্ডের কাছে লজ্জার হারের পর ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা চলছে বিশেষজ্ঞ মহলে। প্রাক্তনদের অনেকেই দলগঠন নিয়ে সরব হয়েছেন। এবার কপিল দেবের মতো কিংবদন্তি টিম ইন্ডিয়ার সিনিয়র ক্রিকেটারদের ভূমিকা নিয়ে সরব হলেন। ভারতের চিরশ্রেষ্ঠ অলরাউন্ডার সাফ জানিয়ে দিলেন, এই ব্যর্থতার পর বিসিসিআই-এর হস্তক্ষেপ করা উচিত। বড় নাম, সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত নির্বাচকদের।
আরও পড়ুন : কালীমণ্ডপে মেলবন্ধন
প্রথম দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের মুখে দাঁড়িয়ে থাকা বিরাট কোহলির ভারতকে বাকি তিনটি ম্যাচ শুধু জিতলেই হবে না, গ্রুপে অন্য ম্যাচের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। অন্য দলের দিকে তাকিয়ে থাকা প্রসঙ্গে কপিল বলেছেন, ‘‘সাফল্য পাওয়ার জন্য ভারতের মতো দল অন্য কারও উপর নির্ভর করতে পারে না। যদি সিনিয়র প্লেয়াররা নিজেদের নামের প্রতি সুবিচার করতে না পারে, তাহলে বোর্ডের উচিত তাদের বিকল্প নিয়ে ভাবা।’’
এরপর কপিলের সংযোজন, ‘‘বিশ্বকাপ জিততে হলে বা সেমিফাইনালে উঠতে চাইলে নিজেদের শক্তি, সামর্থ্যে তা করা উচিত। কখনওই অন্য দলের উপর নির্ভর করে নয়। বিসিসিআই-কে চিন্তাভাবনা করা উচিত, তরুণদের মধ্যে যারা আইপিএলে ভাল খেলছে, তাদের এখনই ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত কি না! তাতে দল হারলেও ক্ষতি নেই। বরং তরুণরা অভিজ্ঞতা অর্জন করবে। কিন্তু এইভাবে যদি সিনিয়র বড় নাম ক্রমাগত ব্যর্থ হয়, তাহলে বোর্ডকে হস্তক্ষেপ করা উচিত এবং দলে নতুনদের জায়গা করে দেওয়া উচিত।’’