নয়াদিল্লি : অনেক বিশ্রাম হয়েছে। এবার টি-২০ বিশ্বকাপের আগে যত বেশি সম্ভব ম্যাচ খেলো। বিরাট কোহলিকে (Virat Kohli) বার্তা দিলেন কপিল দেব (Kapil Dev)। ইংল্যান্ড সফরের পর থেকেই টানা বিশ্রামে ছিলেন বিরাট। রবিবার পাকিস্তান ম্যাচ দিয়ে ২২ গজে ফিরেছেন কিং কোহলি। তার আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, এতটাই মানসিকভাবে ক্লান্ত এবং বিধ্বস্ত হয়ে পড়েছিলেন যে, গত এক মাস ব্যাট ছুঁয়েও দেখেননি!
আরও পড়ুন: পুজোর মুখে নিউমার্কেট-গড়িয়াহাটে বিশেষ নজরদারি পুলিশের
এই প্রসঙ্গে কপিলের (Virat Kohli- Kapil Dev) বক্তব্য, ‘‘বছরের শেষে টি-২০ বিশ্বকাপ। তার আগে বিরাটের উচিত টানা খেলে যাওয়া। কারণ বিশ্বকাপের আগে ভারতীয় দল খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে না। তাই বিরাট যত বেশি ম্যাচ খেলবে, ততই নিজেকে আরও ধারালো, আরও ঝকঝকে করে তুলতে পারবে। ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, একজন পেশাদারের কখনও খুব বেশিদিন খেলা থেকে দূরে থাকা উচিত নয়।’’ প্রাক্তন ভারত অধিনায়ক আরও যোগ করেছেন, ‘‘মানছি বিরাট টানা খেলে ক্লান্ত হয়ে পড়েছিল। তবে ও একজন চূড়ান্ত পেশাদার। শারীরিকভাবেও অসম্ভব ফিট। তাই এই সমস্যা কাটিয়ে উঠতে ওর খুব একটা সমস্যা হওয়ার কথা নয়।’’ এশিয়া কাপে ভাল পারফরম্যান্স না করলে বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে পারেন বিরাট, এই সম্ভাবনা সরাসরি উড়িয়ে দিয়েছেন কপিল। তাঁর সাফ কথা, ‘‘বিরাটের মতো ম্যাচ উইনারকে নিয়ে এমন নেতিবাচক আলোচনা বন্ধ হোক। এমন জল্পনার কোনও ভিত্তি নেই।’’
’৮৩-র বিশ্বকাপজয়ী অধিনায়ক আরও বলেন, ‘‘এখন দলে কে আছে, কে নেই তাতে কিছু আসে-যায় না। আমার সময়ে বড় তারকাদের প্রতিটি ম্যাচে খেলাতেই হত। কিন্তু টি-২০ ক্রিকেট সব পাল্টে দিয়েছে। আজ যদি বিরাট, রোহিত (শর্মা) বা রবিচন্দ্রন অশ্বিনরা বিশ্রাম নেয়, তাহলেও সমস্যা হয় না। ক্রিকেটারদের মানসিকতাও পাল্টে গিয়েছে। কে বড় খেলোয়াড়ের থেকেও বেশি গুরুত্বপূর্ণ কে ভাল পারফর্ম করছে।’’