অশ্বিন বাদ গেলে বিরাট কেন নয়?

প্রায় তিন বছর বিরাটের ব্যাটে রান নেই। এদিকে অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ অক্টোবরে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট এখন বিশ্বকাপের দল সাজাচ্ছে।

Must read

নয়াদিল্লি, ৯ জুলাই : বিরাট কোহলিকে নিয়ে এবার বিস্ফোরক কপিল দেব। তিনি সোজা বলে দিলেন, সাড়ে চারশো উইকেট নেওয়া রবিচন্দ্রন অশ্বিন যদি টেস্ট থেকে বাদ পড়তে পারেন, তাহলে দীর্ঘ মেয়াদী ব্যাড প্যাচের পর টি ২০ দল থেকে বিরাট কেন বাদ যাবেন না?
প্রায় তিন বছর বিরাটের ব্যাটে রান নেই। এদিকে অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ অক্টোবরে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট এখন বিশ্বকাপের দল সাজাচ্ছে। কপিল একটি নিউজ চ্যানেলকে বলেছেন, “হ্যা, এখন সেই সময় এসেছে। বিশ্বের দু’নম্বর বোলার যদি বসতে পারে, তাহলে এক নম্বর (আগে ছিলেন) ব্যাটারও বাদ যেতেই পারে”। তিনি এটাও নির্দ্বিধায় বলেছেন, এই বিরাট অতীতের ছায়া মাত্র। কপিলের কথায়,”বিরাটকে আমরা যেভাবে ব্যাট করতে দেখেছি, এখন সেটা দেখছি না। এই ব্যাটিংই বিরাটকে বিরাট কোহলি বানিয়েছিল। কিন্তু এখন ও যদি রান করতে না পারে, তাহলে পারফর্ম করা ইয়ংস্টারদের বাইরে রাখা যাবে না। আমি বরং দেখতে চাইব এই তরুণদের মধ্যে বিরাটের জায়গা নেওয়ার প্রতিযোগিতা শুরু হয় যাক”।

আরও পড়ুন-ডেঙ্গু রুখতে প্রচারে জোর দিল রাজ্য

এরপরই কপিল যোগ করেছেন, “বিরাটকে যদি ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম দেওয়া হয়, তাহলে সেটা বাদই ধরতে হবে। কেউ এটাকে বিশ্রাম বলবে, কেউ বাদ বলবে। কিন্তু মোদ্দা কথা দাড়াবে এটাই যে, একজন বড় তারকা পারফর্ম করতে না পারায় নির্বাচকরা তাকে দলে রাখেননি”। প্রাক্তন অলরাউন্ডারের আরও বক্তব্য , দল গড়তে হবে বর্তমান পারফরম্যান্সের উপর ভর করে। নাম দেখে নয়। নির্বাচকদের প্রতি কপিলের স্পষ্ট বার্তা, ” কেউ শুধু নামের দিকে তাকাতে পারে না। এখনকার পারফরম্যান্সও দেখতে হবে। কেউ বড় প্লেয়ার হতে পারে। কিন্তু তার মানে এটা নয় যে তাকে টানা পাঁচ ম্যাচ ব্যর্থতার পরও দলে রাখতে হবে”।

Latest article