বুমরা হাজার গুণ এগিয়ে: কপিল

টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন জসপ্রীত বুমরা। ভারতীয় স্পিডস্টারের বোলিং দক্ষতায় মুগ্ধ তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।

Must read

নয়াদিল্লি, ২৭ জুন : টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন জসপ্রীত বুমরা। ভারতীয় স্পিডস্টারের বোলিং দক্ষতায় মুগ্ধ তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। বুমরার প্রতি অগাধ শ্রদ্ধা নিয়ে প্রাক্তন ভারত অধিনায়কের স্বীকারোক্তি, তাঁর থেকে হাজার গুণ এগিয়ে ভারতীয় দলের এক নম্বর পেসার।
চলতি বিশ্বকাপে বুমরার গতি, সুইংয়ের হদিশ পাচ্ছেন না ব্যাটাররা। দাপুটে বোলিংয়ে ছয় ম্যাচে মাত্র ২৩ ওভার হাত ঘুরিয়েই তুলে নিয়েছেন ১১ উইকেট। উল্লেখযোগ্য বিষয়, বুমরার ইকনমি রেট ৪.০৮। অর্থাৎ ওভার প্রতি ৪ রানের বেশি দেননি। বলে নিখুঁত নিয়ন্ত্রণের পাশাপাশি ধারাবাহিকভাবে উইকেটও নিয়ে গিয়েছেন।

আরও পড়ুন-নিট-এ বাড়তি নম্বর কেন, এনটিএকে নোটিস সুপ্রিম কোর্টের

সংবাদসংস্থাকে কপিল বলেছেন, ‘‘আমার থেকে বুমরা ১০০০ গুণ ভাল। এই দলের তরুণরা আমাদের সময়ের থেকে অনেক এগিয়ে। আমাদের অভিজ্ঞতা অনেক বেশি ছিল। কিন্তু দক্ষতায় এই ছেলেরা অনেক এগিয়ে।’’ ফিটনেসের দিক থেকে আজকের তরুণ প্রজন্মকে এগিয়ে রেখে কপিলের বক্তব্য, ‘‘এই ছেলেরা অসাধারণ। খুবই ভাল ক্রিকেটার। এরা অনেক ফিট এবং পরিশ্রমী।’’ ভারতের চিরশ্রেষ্ঠ অলরাউন্ডার বিরাট কোহলির সঙ্গে রোহিত শর্মার তুলনাও করেছেন। বিশ্বকাপের সুপার এইটের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিস্ফোরক ব্যাটিং করেছেন রোহিত। যা নিয়ে চর্চা অব্যাহত। কপিল বলেন, ‘‘বিরাটের মতো রোহিত লম্ফঝম্প করে না। অহেতুক আগ্রাসন দেখায় না। রোহিত নিজের সীমাবদ্ধতা জানে। সেই সীমার মধ্যে রোহিতের সমতুল্য আর কেউ নেই।’’

Latest article