জাতীয়

অরাজকতার বিরুদ্ধে প্রচারের ডাক সিবলের

প্রতিবেদন : দুর্নীতি এবং অরাজকতার বিরুদ্ধে এবার প্রকাশ্যে লাগাতার ‘ক্যাম্পেন’ করার ডাক দিলেন রাজ্যসভার সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রথিতযশা আইনজীবী কপিল সিবল (Kapil Sibal)। শনিবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে দেশের আইনজীবীদের একজোট হয়ে বর্তমান সময়ের দুর্নীতি এবং অরাজকতার বিরুদ্ধে এক ছাতার তলায় আসার আহ্বান জানান তিনি। এই প্রচার অভিযানের উদ্দেশ্যে ‘ইনসাফ কে সিপাহি’ নামে একটি ওয়েবসাইটও চালু করা হয়েছে বলে জানান তিনি (Kapil Sibal)। তাঁর সংযোজন, আগামী ১১ মার্চ দিল্লির যন্তর মন্তরে অভিযান হবে। সেখানে সমস্ত বিরোধী দলকে আহ্বান জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী। এমনকী তাঁর পুরনো দল কংগ্রেসকেও আহ্বান জানাবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন: হারিয়ে যাচ্ছে সত্য, বাড়ছে অসহিষ্ণুতা: সোশ্যাল মিডিয়া নিয়ে উদ্বেগ প্রধান বিচারপতির

সিবল বলেন, কেন্দ্রের বর্তমান সরকার জনগণবিরোধী। আরএসএস, ইডি, সিবিআইয়ের ভূমিকা দেশের মানুষ দেখছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উন্নয়নের নামে দেশকে কোন পথে নিয়ে যাচ্ছেন, যেখানে ২০২২ সালে ৩৫০ মিলিয়ন মানুষ দরিদ্র? ইতিহাস সাক্ষী যে বহু পরিবর্তন এসেছে আইনজীবীদের মাধ্যমে। তাহলে দেশজুড়ে দুর্নীতি এবং অরাজকতার পরেও আইনজীবীরা আজ চুপ কেন? আমেরিকাতেও স্বাধীনতা যুদ্ধে শুধু আইনজীবীরাই ছিলেন। ফ্রান্সেও দুর্নীতির বিরুদ্ধে এভাবেই এগিয়েছিলেন আইনজীবীরা।
এদিন সিবলের মুখে বারবার উঠে এসেছে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ। তিনি বলেছেন, কেন্দ্রীয় এজেন্সি কোনও বিজেপি নেতার বিরুদ্ধে পদক্ষেপ করেনি। ইডি যে ১২১ জনের বিরুদ্ধে পদক্ষেপ করেছে তার মধ্যে ১১৫ জনই বিরোধী দলের। যাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন তাঁদের বিরুদ্ধে পরে ইডি মামলা করেনি। মোদি জমানায় ২০১৪ সালের পর থেকে চারটি নির্বাচিত সরকারের পতন হয়েছে, যেখানে সরকার গড়ার জন্য বিধায়ক কেনাবেচার খেলা চলেছে।

Jago Bangla

Recent Posts

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

13 minutes ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

3 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

6 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

6 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

6 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

6 hours ago