নকিব উদ্দিন গাজী, কুলপি: কৃষিকাজে সাফল্যের দৌলতে এবার রাষ্ট্রপতি পুরস্কার (award) পাচ্ছেন দক্ষিণ ২৪ পরগনার নিশ্চিন্তপুরের গৃহবধূ বর্ণালি ধারা। বর্ণালির হাত ধরে জেলার একের পর এক মহিলা স্বনির্ভর হচ্ছেন। সংসারে সচ্ছলতা এনেছেন। স্বামীদের পাশে দাঁড়াতে পেরেছেন শুধুমাত্র কৃষিকাজ করেই। রাসায়নিক সার নয়, জৈব সারের মাধ্যমে ফসল ফলিয়ে সংসার চালাচ্ছেন।
আরও পড়ুন-বিজেপির স্বৈরাচার! কল্যাণ-সহ ১০ সাংসদকে ফের সাসপেন্ড, প্রতিবাদ
বিঘের পর বিঘে চাষ হচ্ছে জমিতে চলছে সবজি চাষ। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাত ধরে তৈরি হচ্ছে শীতকালীন সবজি। সেই সবজি ফলিয়ে এখন রমরমিয়ে বিক্রি করছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা ও তাঁদের স্বামীরা। এমনই ছবি দক্ষিণ ২৪ পরগনা কুলপি ব্লকের করঞ্জলি, নিশ্চিন্তপুর, বেলপুকুর-সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় দেখা যাচ্ছে। এই সব এলাকার প্রায় দু’হাজার মহিলা স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত হয়ে এমনভাবেই লাভবান হচ্ছেন। আর নিজেদের স্বপ্নপূরণ করছেন। এই কাজের জন্য কুলপির নিশ্চিন্তপুরের গৃহবধূ বর্ণালি ধারা এবং তাঁর স্বনির্ভর দলকে অভিনন্দন জানিয়েছেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য যেমন লক্ষ্মীর ভাণ্ডারের ব্যবস্থা করেছে, তেমনি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে মুরগির বাচ্চা, বিনামূল্যে শস্য, বীজ, ফলের গাছ দিয়ে তাঁদের পাশেও দাঁড়িয়েছেন। বর্ণালির এই সাফল্যে আমরা গর্বিত।