কর্মশ্রী নাম বদলে এখন মহাত্মা-শ্রী, বছরে ১০০ দিনের কাজের গ্যারান্টি রাজ্যের

নবান্ন সূত্রে খবর, রাজ্যের গ্রামীণ এলাকায় অদক্ষ শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ আরও স্পষ্ট ও সুসংহত করতেই এই নামকরণ ও সংশোধন।

Must read

প্রতিবেদন : একশো দিনের কাজের প্রকল্প থেকে নাম সরিয়ে কেন্দ্রের বিজেপি সরকার জাতির জনককে যে অপমান করেছিল তার মুখের মতো জবাব দিল বাংলার মা মাটি মানুষের সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণামতো গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হল মহাত্মা গান্ধীর নামে। রাজ্যের ‘কর্মশ্রী’ প্রকল্পের পরিবর্তিত নাম হল ‘মহাত্মা-শ্রী’। একশো দিনের প্রকল্পের বরাদ্দ থেকে বঞ্চিত রাজ্যের জব কার্ডধারী শ্রমিকদের ন্যূনতম কর্মসংস্থান নিশ্চিত করতে এই প্রকল্প শুরু করেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকার তাদের প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দেওয়ার পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন রাজ্যের একশো দিনের কাজের প্রকল্প হবে মহাত্মা গান্ধীর নামাঙ্কিত। সেই মতো পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের তরফে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আরও পড়ুন-দিনের কবিতা

নবান্ন সূত্রে খবর, রাজ্যের গ্রামীণ এলাকায় অদক্ষ শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ আরও স্পষ্ট ও সুসংহত করতেই এই নামকরণ ও সংশোধন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘মহাত্মা-শ্রী’ প্রকল্পের আওতায় মহাত্মা গান্ধী নরেগা প্রকল্পের জব কার্ডধারী প্রতিটি পরিবারকে বছরে অন্তত ১০০ দিনের মজুরিভিত্তিক কাজ দেওয়াই মূল লক্ষ্য। রাজ্য সরকারের বিভিন্ন দফতরের মাধ্যমে এই কাজগুলি বাস্তবায়িত হবে। মার্চ ২০২৪-এ জারি হওয়া আগের বিজ্ঞপ্তির সব বিধান অপরিবর্তিত থাকছে, শুধু প্রকল্পের নাম ও উদ্দেশ্য নতুন করে স্পষ্ট করা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ২০২৪-’২৫ অর্থবর্ষ থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। গ্রামীণ অবকাঠামো, উন্নয়নমূলক কাজ এবং বিভিন্ন দফতরের প্রকল্পে জব কার্ডধারীদের যুক্ত করে কর্মসংস্থান তৈরি করা হচ্ছে। নতুন নামকরণের মাধ্যমে প্রকল্পটির সঙ্গে মহাত্মা গান্ধীর আদর্শকে আরও সরাসরি যুক্ত করার বার্তাই দিতে চাইছে রাজ্য সরকার।
নবান্নের বক্তব্য, কেন্দ্রের নরেগা প্রকল্পের সমস্ত বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে রাজ্যের নিজস্ব উদ্যোগে গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিত করতেই ‘মহাত্মা-শ্রী’ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কাজের সুযোগ, নিয়মিত মজুরি এবং গ্রামীণ অর্থনীতিতে গতি আনার লক্ষ্যে এই প্রকল্পকে আরও জোরদার করা হবে বলে প্রশাসনিক মহলের ইঙ্গিত।

Latest article