সংবাদদাতা, পটাশপুর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) কর্মতীর্থগুলিকে (Karmatirtha) চালু করার ব্যাপারে জোর দিয়েছেন। এমন পরিস্থিতিতে আগ্রহী স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পুনরায় স্টল বিতরণ করে কর্মতীর্থকে সচল করার পরিকল্পনা নিয়েছে ব্লক প্রশাসন। পটাশপুর থানার দুটি ব্লকে দুটি কর্মতীর্থ তৈরি হয়েছে। পটাশপুর-২ ব্লকে মতিরামপুর কর্মতীর্থ (Karmatirtha) তৈরি হলেও এখনও স্টলের বণ্টন হয়নি। পটাশপুর-১ ব্লকে ২০১৮ সালে কর্মতীর্থ তৈরি হয়। প্রাথমিকভাবে ব্লকের ১২টি স্বনির্ভর গোষ্ঠীকে স্টল বণ্টন করা হয়। স্বনির্ভর গোষ্ঠীগুলি এই স্টলে নিজেদের তৈরি হাতের কাজের নানা সামগ্রী বিক্রির সুযোগ পায়। পাটের সরঞ্জাম ও ছোটদের পোশাক, ঘর সাজানো শৌখিন সামগ্রী, বিভিন্ন রকমের আচার, ছাতু ইত্যাদি বিক্রি শুরুও করে। ব্লক অফিস চত্বরে অফিসের সময় সকাল থেকে বিকেল পর্যন্ত কর্মতীর্থের স্টল থেকে নানা সামগ্রী কেনার সুযোগ থাকত। অফিসের মধ্যে কর্মতীর্থ বলে বাইরের থেকে লোক খুব একটা আসত না। তাই খদ্দের না পেয়ে ব্যবসা বন্ধ করতে বাধ্য হন মহিলারা। সম্প্রতি মুখ্যমন্ত্রীর বার্তার পরেই বন্ধ কর্মতীর্থগুলি পুনরায় উজ্জীবিত করতে চাইছে ব্লক প্রশাসন। কর্মতীর্থের স্টলে সাধারণ মানুষকে টানতে প্রচারের কৌশল নেওয়া হয়েছে। বন্ধ পড়ে থাকা স্টলগুলি চিহ্নিত করে পুনরায় ইচ্ছুক স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মধ্যে বণ্টনের পরিকল্পনা করা হয়েছে। বিডিও পারিজাত রায় বলেন, “নতুন করে কর্মতীর্থ চালুর উদ্যোগ করা হয়েছে। বন্ধ স্টলগুলি ইচ্ছুকদের বিতরণ করা হবে।”
আরও পড়ুন: আদিবাসীদের উসকাতে গিয়ে বিপত্তি: মহাসভার মধ্যেই দ্বন্দ্ব, মার খেলেন বিজেপি নেতারা