আজব নির্দেশ

Must read

বড়দিন উপলক্ষে ছোট ছোট স্কুলপড়ুয়াদের মিড ডে মিলে একটু পরিবর্তন করেছিল স্কুল কর্তৃপক্ষ। অন্যান্য দিনের মতো শুধু সোয়াবিনের তরকারি না দিয়ে, দেওয়া হয়েছিল মাংস। একারণেই স্কুল কর্তৃপক্ষকে পড়তে হল ব্লক শিক্ষাধিকারিকের কোপে। ব্লক শিক্ষা আধিকারিক স্কুলটি বন্ধের নির্দেশ দিয়েছেন। এই ঘটনা ঘটেছে কর্নাটকের (Karnataka) বাগালকোটের ইলকাল শহরের এক স্কুলে। এই ঘটনায় পড়ুয়াদের অভিভাবকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, ছোট ছোট পড়ুয়ারা কী খাবে সে ব্যাপারেও কেন রাজ্যের বিজেপি (BJP) সরকার হস্তক্ষেপ করবে? শিশুরা যদি একদিন একটু মাংস-ভাত খেয়ে থাকে তাতে বিজেপির সমস্যা কোথায়? আসলে বিজেপি সরকার সবক্ষেত্রেই ধর্মীয় মেরুকরণ করতে চাইছে। পরে বিভিন্ন মহলের সমালোচনার চাপে জেলা শিক্ষা দফতর জানিয়েছে, ব্লক শিক্ষা আধিকারিকের ওই নির্দেশ যথাযথ নয়। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

আরও পড়ুন-সাহস কম নয়! ফের আগ্রাসন দেখিয়ে ১৫ নাম বদল করল চিন

Latest article