বাজেয়াপ্ত নগদ-সহ ২৫৩.০৩ কোটি টাকার বিভিন্ন সামগ্রী

Must read

প্রতিবেদন : কর্নাটক বিধানসভা নির্বাচনের (Karnataka election) দিনক্ষণ ঘোষণা করার পর ২৯ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত রাজ্যে বিপুল পরিমাণ নগদ টাকা, মদ ও নানা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করা জিনিসের মোট মূল্য প্রায় ২৫৩.০৩ কোটি টাকা। এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।
এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, ২৯ মার্চ থেকে বাজেয়াপ্ত করা নগদ অর্থ, মদ, বিনা মূল্যের উপহার সামগ্রী এবং অন্যান্য উপকরণের মোট মূল্য ২৫৩.০৩ কোটি টাকা। ২৫৩ কোটি টাকার মধ্যে নগদের পরিমাণ প্রায় ৮২ কোটি টাকা। রয়েছে ৭৮ কোটি টাকার সোনা ও রুপোর জিনিসপত্র এবং ৫৬ কোটি টাকার মদ। শুধু শেষ ২৪ ঘণ্টায় ৪.৪ কোটি টাকার মদ এবং ১.৮ কোটি নগদ টাকা বাজেয়াপ্ত হয়েছে। নগদ অর্থ, মদ, মাদক, মূল্যবান ধাতু এবং বিনামূল্যের উপহার উদ্ধার সংক্রান্ত ১৮৭৩ টি মামলা দায়ের হয়েছে। রাজ্যে নির্বাচন ঘোষণার পর থেকে এ পর্যন্ত ৬৯৭০৬টি অস্ত্র জমা পড়েছে। অবৈধ অস্ত্র রাখার কারণে ১২৬৩৪টি জামিন অযোগ্য পরোয়ানা জারি হয়েছে। নির্বাচনী প্রক্রিয়ায় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাড়াতে নির্বাচন (Karnataka election) কমিশন একটি হেল্পলাইন নম্বর চালু করেছিল। আদর্শ আচরণবিধি লঙ্ঘনের কোনও ঘটনা ঘটলে মানুষ যাতে সেটা কমিশনকে জানাতে পারে তার জন্যই ওই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছিল। কমিশন জানিয়েছে, ২৯ মার্চ থেকে তারা এ পর্যন্ত জনসাধারণের কাছ থেকে ১০০১৩ টি ফোন কল পেয়েছে।

আরও পড়ুন- আটটি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল আরবিআই

Latest article