ভক্ত যখন ভক্ষক! কর্ণাটকের (Karnataka) বেলগাঁও জেলার একটি রাম মন্দিরের এক সাধুকে ১৭ বছর বয়সী এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম লোকেশ্বর মহারাজ। তিনি বেলগাঁওয়ের রায়বাগ তালুকের মেখালি গ্রামের রাম মন্দিরের একজন সাধু বলেই পরিচিত। বেঙ্গালুরু থেকে ৫০০ কিলোমিটার দূরে এই মন্দির অবস্থিত। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি নাবালিকাকে লোভ দেখিয়ে বাগালকোট শহরের একটি লজে নিয়ে যায় আর তারপর সেখানেই ধর্ষণ করা হয়। এখানেই শেষ নয়, এরপর তিনি তাঁকে রায়চুরে নিয়ে যান এবং নির্মম যৌন নির্যাতন চালিয়ে যান।
আরও পড়ুন-রেলমন্ত্রী থাকাকালীন সমস্ত উদ্যোগই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, বিজেপির মিথ্যাচার
সূত্রের খবর, নির্যাতনের পর, তিনি মেয়েটিকে বাগালকোট জেলার মহালিঙ্গপুর বাস স্ট্যান্ডে ফেলে রেখে চলে যান। বেলাগাভি জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট ডঃ ভীমাশঙ্কর এস গুলেদ এই বিষয়ে জানিয়েছেন অভিযুক্ত ব্যক্তি নির্যাতিতাকে বাড়িতে নামিয়ে দেওয়ার অজুহাতে গাড়িতে তুলে নিয়ে যান বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তারপর রায়চুর এবং বাগালকোটের একটি লজে নিয়ে যান এবং তার উপর যৌন নির্যাতন চালান। পরে তিনি তাকে বেলাগাভির কাছে ছেড়ে দেন। বাগালকোটের নবনগর থানায় পকসো আইনের অধীনে ওই রাম ভক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন-তৃণমূলের সতর্কতা সার্কুলার
নির্যাতিতা তাঁর বাবা-মাকে এসে ঘটনার কথা জানান আর তারপরেই তারা বাগালকোট পুলিশে অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্তের পর মামলাটি বেলাগাভি জেলার মুদালাগি থানায় স্থানান্তরিত করা হয়, সেখানেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্তকে গ্রেফতার করে ইতিমধ্যেই একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করা হয়েছে।