কর্ণাটকের (Karnataka) শিবমোগা জেলার একটি সরকারি স্কুলের এক শিক্ষিকা মুসলিম (Muslim) ছাত্রদের বিরুদ্ধে সাম্প্রদায়িক মন্তব্য করার অভিযোগে তদন্তাধীন।
সাম্প্রদায়িক আলোচনার সময়, সেই শিক্ষিকা, মঞ্জুলা দেবী ছাত্রদের ‘পাকিস্তানে যেতে’ বলেছিলেন বলে অভিযোগ। কিছু মুসলিম ছাত্র তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর বিষয়টি প্রকাশ্যে আসে। ওই শিক্ষক, যিনি কন্নড় পড়ান এবং নয় বছরেরও বেশি সময় ধরে স্কুলে আছেন, ঘটনার পর তাকে বদলি করা হয়েছে।
আরও পড়ুন-তেলেঙ্গানায় ব্যাঙ্ক ছিনতাই করতে ব্যর্থ, লিখে গেল ‘ভাল’ নিরাপত্তা
এই মর্মে, ব্লক শিক্ষা আধিকারিক পি নাগরাজ নিশ্চিত করেছেন যে অভিযুক্তের এই আচরণের কোনও সুনির্দিষ্ট প্রমাণ না থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন-দিল্লিতে ৬ বছরের কিশোরীকে স্কুল বাসের মধ্যেই যৌন হেনস্থা
প্রায় একই রকম অভিযোগ দিল্লির একটি সরকারি স্কুল থেকে এসেছে। সেখানে চারজন ছাত্র দাবি করেছে যে সর্বোদয় বাল বিদ্যালয়ে তাদের শিক্ষিকা, সহেমা গুলাটি, দেশভাগের সময় তাদের পরিবার পাকিস্তানে চলে না যাওয়ার বিষয়ে তাদের প্রশ্ন করেছিলেন। এই অভিযোগের ভিত্তিতে গুলাটির বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ।