প্রতিবেদন : ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কার্তিক মহারাজের গ্রেফতারির দাবিতে উত্তাল হল বেলডাঙা। মঙ্গলবার সকাল থেকে নবগ্রাম থানার সামনে মিছিল করে অবস্থান-বিক্ষোভ করেন গ্রামের মহিলারা। তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড-পোস্টার। সেখানে লেখা রয়েছে ধর্ষকের শাস্তি চাই। আজ সকাল ১০টায় নবগ্রাম থানায় তদন্তকারী অফিসারদের কাছে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছিল অভিযুক্তকে। কিন্তু কার্তিক মহারাজ হাজিরা না দিয়ে গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টে মামলা করেন। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলা হয়েছে। আগামীকাল বুধবার হবে শুনানি।
আরও পড়ুন-ভোটার তালিকা নিয়ে কমিশনকে গুচ্ছ প্রস্তাব, দিল্লিতে তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল
প্রসঙ্গত, কয়েকদিন আগে এক মহিলা কার্তিক মহারাজের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন। সেই অনুযায়ী থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। গোটা ঘটনায় বিজেপি মুখে কুলুপ এঁটেছে। অথচ সদ্য কেন্দ্রীয় সরকার পদ্মশ্রী পুরস্কার দিয়েছে কার্তিক মহারাজকে। প্রশ্ন উঠেছে, এক মহিলাকে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত কি এরপরেও বেলডাঙার ঐ আশ্রমে থেকে যাবে? নাকি হাইকোর্ট অভিযুক্তকে রক্ষাকবচ দেবে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, আশা করব কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের মতো যে গুরুতর অভিযোগ উঠেছে, তারপর কলকাতা হাইকোর্ট তাকে আইনি রক্ষাকবচ দেবে না। মানুষ বুঝে গিয়েছে আসলে এদের চেহারাটা কীরকম। মহিলারা বিক্ষোভে ফেটে পড়ছেন সেখানে। বিজেপি চুপ কেন এই ঘটনায়।