বাঁশবেড়িয়ায় শুরু ঐতিহ্যবাহী পুজো

Must read

সংবাদদাতা, হুগলি : বাঁশবেড়িয়ায় (Bansberia- Kartik Puja) মহাসমারোহে শুরু হয়ে গেল বিখ্যাত কার্তিক পুজো। পুজোয় চার দিন মেতে থাকবেন স্থানীয় ও বহিরাগত মানুষজন। সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বাঁশবেড়িয়া (Bansberia- Kartik Puja) পুরসভার ৩ নং ওয়ার্ডের কাঁটাপুকুর ইয়ং স্টার ক্লাব, ১৮ নং ওয়ার্ডের রামকৃষ্ণ সংঘ, ৬ নং ওয়ার্ডের ফুটবল মাঠে মহাদেব পুজো, সন্তোষী মাতা পুজো, জামাই কার্তিক পুজো, কুন্ডু গলির নটরাজ পুজো, কিশোর বাহিনী, জেবিএস হংসেশ্বরী রোড, অনির্বাণ সংঘ, ৫ নং ওয়ার্ডের সরকারি পল্লী গোলপার্ক, যুব সঙ্ঘ, মিতালী সঙ্ঘ আয়োজিত পুজোগুলির উদ্বোধন করেন বিধায়ক তপন দাশগুপ্ত| সঙ্গে ছিলেন বাঁশবেড়িয়ার পুরপ্রধান আদিত্য নিয়োগী, উপপ্রধান শিল্পী চট্টোপাধ্যায়, সিআইসি তাপস মুখোপাধ্যায় ও রণজিৎ সরকার, কাউন্সিলর মনিরা খাতুন ও পায়েল বন্দ্যোপাধ্যায়, শহর তৃণমূল সভাপতি ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়, মাইনরিটি সেলের সভাপতি আক্তার রহমান-সহ অন্যরা।

আরও পড়ুন-মা মাটি মানুষের বাংলায় এখন সমবায় আন্দোলন

Latest article