৮ বছর পর টেস্ট দলে করুণ, সুযোগ অভিমন্যুকেও, নেতা শুভমনই, বাদ শামি

ইঙ্গিত কিংবা প্রত্যাশা যেমনটা ছিল, সেটাই হল। রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার পর নতুন অধিনায়ক বাছতেই হত।

Must read

মুম্বই, ২৪ মে : ইঙ্গিত কিংবা প্রত্যাশা যেমনটা ছিল, সেটাই হল। রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার পর নতুন অধিনায়ক বাছতেই হত। ভারতের নতুন টেস্ট অধিনায়ক হলেন শুভমন গিল। শনিবার দুপুরে নেতা শুভমনের নাম ঘোষণা করে দিল বিসিসিআই। সেই সঙ্গে ইংল্যান্ড সফরের জন্য ১৮ জনের স্কোয়াডও। ভারতের ৩৭তম টেস্ট অধিনায়ক হলেন শুভমন। ফলে প্রথমবার ভারতীয় ক্রিকেট পেল তিন ফরম্যাটে তিন অধিনায়ককে। টেস্টে গিলের পাশাপাশি টি-২০তে সুর্যকুমার যাদব এবং ওয়ান ডে-তে রোহিত। টেস্টে শুভমনের ডেপুটি হলেন ঋষভ পন্থ।
নির্বাচক প্রধান অজিত আগারকর পরিষ্কার করে দেন, গত কয়েক মাস ধরেই শুভমনকে অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছিল। টেস্টে বিদেশের মাটিতে সফল ঋষভই যে শুভমনের যোগ্য সহকারী, তাও জানিয়েছেন আগারকর। জসপ্রীত বুমরাকে কেন অধিনায়ক করা হল না, তা নিয়ে নির্বাচক প্রধান বলেন, ‍‘‘বুমরাকে প্লেয়ার হিসেবে বেশি চাই। ১৫-১৬ জনকে সামলানো মানেই বাড়তি চাপ। আমরা বরং শুধু ওকে বোলার হিসেবেই খেলাই। তবে সিরিজে বুমরার ওয়ার্কলোডের উপর নির্ভর করবে কতগুলো টেস্ট ও খেলতে পারবে। মনে হয় না, আমরা ওকে পাঁচটা টেস্টে পাব। আর শুভমন তরুণ। আমরা ওর অগ্রগতি দেখেছি। দায়িত্বটা খুব চাপের হলেও আমরা ওকে নিয়ে আশাবাদী।’’

আরও পড়ুন-ঘুষকাণ্ডে নাম জড়াল দিল্লির বিশেষ বিচারকের

ঘরোয়া ক্রিকেটে লাল বলে ধারাবাহিকতা দেখানোর পুরস্কার পেলেন করুণ নায়ার। দীর্ঘ ৮ বছর পর টেস্ট দলে প্রত্যাবর্তন করুণের। ফিটনেস সমস্যায় বাদ পড়লেন মহম্মদ শামি। ভারতীয় পেসারকে নিয়ে আশঙ্কাই সত্যি হল। দলে রয়েছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ। নতুন মুখ অর্শদীপ সিং ও সাই সুদর্শন। বর্ডার-গাভাসকর সিরিজের দল থেকে বাদ পড়েছেন সরফরাজ খান। জায়গা হল না শ্রেয়স আইয়ারের।
ইংল্যান্ডের কন্ডিশনে পেস আক্রমণে শামির অনুপস্থিতি সমস্যায় ফেলতে পারে দলকে। তাঁর দলে জায়গা না পাওয়ার কারণ হিসেবে ফিটনেস সমস্যাকেই তুলে ধরেছেন নির্বাচক প্রধান। আগারকর বলেন, ‍‘‘গত কয়েক মাসে প্রচুর চোটে ভুগেছে শামি। আশা করেছিলাম, কয়েকটা টেস্টে পাব। দুর্ভাগ্যের যে সেটা হচ্ছে না। ওর মতো বোলারকে না পাওয়া খুবই কষ্টের।’’ পেস আক্রমণে নেতৃত্ব দেবেন বুমরা। তাঁর সঙ্গে স্কোয়াডে রয়েছেন মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, আকাশ দীপ এবং অর্শদীপ। স্পিন বিভাগে থাকছেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দর।

আরও পড়ুন-১৬ বছরের মধ্যে এবার সবচেয়ে আগে এল বর্ষা

রোহিত এবং বিরাট কোহলি অবসর নেওয়ার পর প্রথমবার কোনও টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত। ওপেনার হিসেবে দলে রয়েছেন যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুল। ওপেনিংয়ে বিকল্প অভিমন্যু ও সুদর্শনও। নির্বাচক প্রধান বললেন, ‍‘‘ওপেনিং কে করবে তা ঠিক করবে অধিনায়ক এবং কোচ।’’ বিরাটের মতো অভিজ্ঞ ব্যাটার চার নম্বরে থাকবে না। প্রয়োজনে রাহুলকে মিডল অর্ডারে খেলানোর অপশন থাকবে। তিন নম্বরে খেলার জন্য শুভমন রয়েছেন। পন্থ ছাড়া দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে রয়েছেন ধ্রুব জুরেল। মিডল অর্ডার সামলানোর জন্য রয়েছেন নীতীশ রেড্ডি, জাদেজা, ওয়াশিংটন, শার্দূল ঠাকুরের মতো অলরাউন্ডার। ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের সিরিজ শুরু হচ্ছে ২০ জুন লিডসে। ঘোষিত দল : শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহঅধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব।

Latest article